• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ওপেন সেএণ্ডক্স

You are here: Home / পাল্লাব্লগ / ওপেন সেএণ্ডক্স
February 10, 2016

এই যুগে যেখানে রুমডেট/লিটনের ফ্যাট কী জিনিস, সেটা পিচ্চি পোলাপানেরাও জানে, সেখানে কেউ কি আসলেই সিঙ্গেল আছে, বা এমন কেউ কি আছে যারা কোনো সম্পর্কে জড়ায় নাই, প্রেম করে নাই, চুমু খায় নাই, রুমডেট করে নাই, হাত মারে নাই, সেএণ্ডক্স করে নাই, কিংবা যৌননির্যাতন করে নাই, টিজ করে নাই, ধর্ষণ করে নাই?

প্রকাশ্যে স্বীকার না করলেও মনে মনে মানবেন যে এখনকার যুগের অধিকাংশ ছেলেমেয়েরা একই সাথে একাধিক প্রেম করে। কারো ৪/৫টা করে বিএফ-জিএফ থাকাটাও অবাক হওয়ার মত ব্যাপার না।

এটা তো গেলো রিলেশনশিপের ক্ষেত্রে। এছাড়া সমাজে ঘুষ-দুর্নীতিসহ এমন কোনো অপরাধ নাই যা প্রকাশ্যে-অপ্রকাশ্যে হয় না। চুরি-ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ–কী না হইতেছে! গতবছর প্রকাশ্যে গাড়িতে আগুন দিয়ে কয়েকশ মানুষও মেরে ফেলা হয়েছিল।

ভার্চুয়াল জগত তোলপাড় প্রকাশ্যে চুমু খাওয়া ঠিক নাকি ঠিক নয়–এই তর্কে। সৎ সাহসের অভাবেই আমরা সব কিছু গোপন করি। ঘুষখোর-দুর্নীতিবাজদের সৎ সাহস নেই প্রকাশ্যে বলার যে তারা ঘুষ খায়। অসৎ প্রেমিক-প্রেমিকাদেরও সৎ সাহস নেই এটা বলার যে তারা অমুকের সাথে প্রেম করে। কারণ কী? কারণ হলো–এরা একই সাথে একাধিক প্রেম করে, একাধিক জনের সাথে সেএণ্ডক্স করে। এই জন্য সবাইকেই বলে বেড়ায় যে প্রেম করে না, এমনকি পার্টনারকেও বোঝায় যাতে কাউকে না বলে, বললে নাকি অনেক সমস্যা হবে।

আপনার বোন/ভাই থাকলে আপনি ঠিকই জানেন আপনার ভাই বা বোন লুকিয়ে শুধু প্রেমই না, অনেক কিছুই করে, এবং একাধিক জনের সাথে করাও বিচিত্র নয়। কিন্তু ভেবে দেখুন তো, যদি প্রকাশ্যে প্রেম করত, তাহলে সবাই জানত অমুকে তমুকের সাথে এঙ্গেজ, ফলে অন্য কেউ তার দিকে নজর দিত না। প্রেম-সেএণ্ডক্স এগুলো তো মানুষের জীবনে স্বাভাবিক ব্যাপার।

আপনার যেমন প্রেম-সেএণ্ডক্সের চাহিদা আছে, তেমনি অন্যেদেরও আছে। তাহলে এত গোপনীয়তার কী আছে? আপনি আপনার সঙ্গীর সাথে নিশ্চিন্তে প্রেম করুন, অন্যদেরকেও করতে দিন। তাহলেই তো পরিবেশটা পরিষ্কার হয়। তা না করে যত গোপন রাখবেন ততই প্রতারণা বাড়বে। আপনিও যেমন আপনার সঙ্গীর সাথে প্রতারণা করতেছেন, আপনার সঙ্গীও গোপনে আপনার সাথে যে প্রতারণা করতেছে না, তার কোনো নিশ্চয়তা থাকবে না যতদিন না সম্পর্কগুলো প্রকাশ্যে আনেন। আর প্রকাশ্যে আসা মানেই আপনারা ভালোবেসে প্রকাশ্যে ঘুরে বেড়াবেন, ভালোবেসে প্রকাশ্যে হাত ধরবেন, ভালোবেসে প্রকাশ্যে চুমু খাবেন।

এবার বলতে পারেন যে কেউ যদি প্রকাশ্যে সেএণ্ডক্স করতে চায়, তখন কী করবেন?–প্রতিটা প্রাণী জগতে অন্যান্য বিষয়ের মত সেএণ্ডক্সও একটা স্বাভাবিক ব্যাপার। অন্যান্য প্রাণীদের মধ্যে থাকলেও সারা পৃথিবীর মানুষের মধ্যে কোথাও সেভাবে প্রকাশ্যে নগ্ন থাকার বা সেএণ্ডক্স করার ট্রেণ্ড নাই। তবুও কেউ যদি করতে চায়, তাদের ইচ্ছা, করবে। রাস্তাঘাটে অন্যান্য পশুপাখির সেএণ্ডক্স করা দেখলে কী করেন? বাধা দেন? সুস্থ-স্বাভাবিক-বিবেকবান হলে বাধা দেয়ার কথা না। কারো ক্ষতি তো করছে না, কাউকে খুন করছে না, কাউকে আগুন দিয়ে পোড়াচ্ছে না। আপনার ভালো না লাগলে করবেন না, এড়িয়ে যাবেন। আমার চোখে যদি এমন কিছু পড়ে, তাহলে আমি চাইব তারা নিশ্চিন্তে সেএণ্ডক্স করুক, কেউ যাতে ডিস্টার্ব না করে, সেই ব্যবস্থা করব। উন্নত সমাজে এমন হলে তারা বড়জোর বলে–গেট এ রুম! আমিও তাই বলব যে আড়ালে যান, যাতে কেউ ডিস্টার্ব না করে। আর না হলে, এদের অধিকার রক্ষায় পারলে এদের চারদিকে অনেকে মিলে উলটো হয়ে ঘুরে দেয়াল হয়ে দাঁড়াব।

Category: পাল্লাব্লগ
Previous Post:লওহে মাহফুজের সন্ধানে: ক্যাটম্যান সিরিজ – ১২
Next Post:চেয়ে চেয়ে দেখলাম

Reader Interactions

Comments

  1. Keya Sharmin

    February 17, 2016 at 2:59 pm

    একাধিক প্রেম করে, সেক্স করে বলে প্রেম, চুমু এগুলো প্রকাশ্যে আনতে চায় না-এই বিষয়ে একমত হতে পারলাম না। পরিবার, সমাজের ভয় আছে, হ্যারেজমেন্টের সম্ভবনা আছে। এসব দেখে এদেশের মানুষ অভ্যস্ত না। সামান্য চুমুতে অভ্যস্ত হতে হয়ত কয়েক যুগ লেগে যাবে। তবে পাবলিক প্লেসে সেক্স সমর্থন করার কারণ দেখছি না। তাদের যেমন বলছেন কেউ যাতে ডিস্টার্ব না করতে পারে সে জন্য একান্তে যেতে, তেমনি তাদেরও খেয়াল রাখা উচিত কেউ ডিস্টার্বড না হয় সেটা বিবেচনা করা। বাচ্চারাও তো থাকতে পারে আশেপাশে।

    Reply
    • দাঁড়িপাল্লা ধমাধম

      February 21, 2016 at 12:23 am

      পাবলিক প্লেসে সেক্স সাধারণত কেউ করে না। ভয়টা কাটিয়ে উঠলে পারলে তো আর সমস্যা ছিল না। ভয়টা কাটিয়ে ওঠা জরুরী। হয়তো হবে ধীরে ধীরে…

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top