বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসে একটি ঘটনার উল্লেখ আছে–
//তখন আশ্বিন মাস। মাদারীপুরের রাস্তা দিয়ে মিস্টার ক্যাটেল যাচ্ছেন। সাহেব জুট মিলের ম্যানেজার। পাশ দিয়ে একটি কলেজের ছেলে মাথায় ছাতা দিয়ে চলেছে। দেখে সাহেবের নীল রক্ত টগবগ করে ফুটতে লাগলো! কী, এত বড় আস্পর্ধা, সাহেবের সামনে ছাতি মাথায় দিয়ে যাওয়া! কালা নিগর, তার এত সাহস?
সাহেব বললে–ছাতা বন্ধ করো–
ছেলেটাও অবাক হয়ে গেছে, বললে–কেন, ছাতা বন্ধ করবো কেন?
ছেলেটি বললে–তুমি কে হে যে তোমার হুকুম?
সাহেব বললে–দেখবে আমি কে? এই দেখ–
বলে ছেলেটিকে ধরে বেদম প্রহার। ছেলেটা আধমরা হয়ে পড়ে রইল সেখানে। সাহেব চলে গেল।
মামলা হলো কোর্টে। বিচার হলো। জজ রায় দিলে–ছেলেটিরই দোষ। সে সাহেবকে ক্ষেপিয়ে দিয়েছে।//…
এই যেমন ধরেন অনেকটা ইতিহাসের পুনরাবৃত্তি–
নাস্তিকরা খুন হয়ে পড়ে থাকে। মডারেটরা রায় দেয়–নাস্তিকদেরই দোষ। নাস্তিকরা আস্তিকদের ক্ষেপিয়ে দিয়েছে।
Leave a Reply