লিখেছেন ধর্মহীন জিরাফ
৬১.
মায়ের প্রতি শ্রদ্ধার জন্য বা মানুষকে বিপদে সাহায্য করার জন্যও যদি কোরান-পুরাণের আদেশের প্রয়োজন হয়, তবে আর মানুষ হয়ে জন্মানোর সার্থকতা কী?
আরও পাঁচ-সাতশো বছর পর রোবট হয়ে জন্মালেই পারতেন।
৬২.
সত্য সব সময় কোকিলের কুহু-কুহু ডাকের মতো মধুর হবে, এমন কোনো কথা নেই। এটা মাঝে মাঝে কাকের কা-কা ডাকের মতো কর্কশও হতে পারে।
৬৩.
সৌদি আরবের মেয়েরা যদি আজ বস্তা না পরে আর পুরুষ-অভিভাবক সঙ্গে নিয়ে না বেরোয়, তবে কাল থেকেই ধর্ষণ সেখাকার প্রধান সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে দাড়াবে। সেখানে প্রত্যেকটা মেয়ে তাই ধর্ষকের শিশ্নের বিষাক্ত রেডিয়েশন থেকে বাঁচতে কালো বস্তা দিয়ে নিজেকে মুড়িয়ে রাখে।
৬৪.
ধর্ম এবং কুসংস্কার হল একে অপরের জমজ ভাই। এদের মায়ের নাম হল অন্ধবিশ্বাস।
৬৫.
রবীন্দ্রনাথ, আইনস্টাইন, গ্যালিলিও কিংবা নিউটন দোযখের আগুনে জ্বলছেন, তাঁদেরকে মেরে রক্তাক্ত করা হচ্ছে শুধু তারা মুসলিম নন বলে – ভাবতে পারেন?
আমি পারি না।
Leave a Reply