• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ধর্মাতুল কৌতুকিম – ৮৫

You are here: Home / ধর্মকারী / ধর্মাতুল কৌতুকিম – ৮৫
October 1, 2016
২৬৯.
মোহাম্মদ: 
– রাব্বুল আলামিন, আপনাকে কোন অ্যাকাউন্টে ইনবক্স করবো?
আল্লাহ: 
– নিরানব্বইটাতেই।
(কৌতুকটি বানিয়েছেন রসিয়া বন্ধু)
২৭০.
ইমাম এক মুছল্লিকে:
– গতকাল আপনি মসজিদের আলো নেভাতে ভুলে গিয়েছিলেন আবার। আপনিই তো কাল সবার শেষে মসজিদ ত্যাগ করেছিলেন, তাই না?
– না। আমি যখন বেরিয়ে যাই, আল্যা তখনও মসজিদের ভেতরে ছিলো।
২৭১.
কনফেশন বুথে।
– ফাদার, আমি পাপ করেছি।
– কীভাবে?
– আমি মিথ্যে কথা বলেছি।
– কী মিথ্যে বলেছো?
– বলেছি যে, আমি পাপ করেছি।
২৭২.
– হিন্দু নারীকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দেয়ার উপায় কী?
– তাকে “গাভী” বলে ডাকা। সে স্থির করতে পারবে না – কথাটা প্রশংসার, নাকি অপমানের।
২৭৩.
– নারী-ড্রাইভারদের কারণে সংঘটিত সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম কোন দেশে?
– চৌদি আজবে।
Category: ধর্মকারীTag: কৌতুক
Previous Post:গরুপূজারি গাধাগুলো – ১৬৬
Next Post:তুমি কেন ঘষো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top