• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ধর্মের চিড়িয়াখানায় – ১৪

You are here: Home / ধর্মকারী / ধর্মের চিড়িয়াখানায় – ১৪
October 2, 2016

লিখেছেন ধর্মহীন জিরাফ

৬৬.
বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। অর্থাৎ বাংলাদেশও একসময় বেহেশত যাবে। আশা করা যায়, তখন বাংলাদেশকে ৭২টা ‘নারী দেশ’ দেয়া হবে সেক্স করার জন্য।
নিশ্চয়ই মহান বাল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।
৬৭.
এখনই পরকাল নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ ইহকাল নিয়ে ভাবার জন্য আপনি সময় পাচ্ছেন সাকুল্যে ৫০ বা ৬০ নয়তো ৭০ বছর।
অথচ ওদিকে পরকাল নিয়ে ভাবার জন্য সময় পাবেন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর।
৬৮.
আমাদের এখানকার বিশাল মাঠের কওমি মাদ্রাসাটার গেটে লেখা: “গরু-ছাগল প্রবেশনিষেধ”।
কথাটা বরং এরকম করে লিখলেই, বোধহয়, যুক্তিসঙ্গত হতো: “গরু-ছাগল বের হওয়ানিষেধ”।
তাহলে আর শফীদের মত মৌলবাদীরা এসব চিন্তাশক্তিহীন গরু-ছাগলকে মতিঝিলে নিয়ে গিয়ে ভাঙচুর চালাতে পারতো না।
৬৯.
যুক্তি দ্বারা বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে অসংখ্য বার। এর উল্টোটা কখনো ঘটেনি। মানে বিশ্বাস দ্বারা যুক্তি ভুল প্রমাণিত হয়নি কখনোই। এবার আপনিই ঠিক করুন, কোনটাতে আস্থা রাখবেন।
৭০.
ধর্মগুরুরা তাদের স্ব-স্ব ধর্মকে বিজ্ঞানসম্মত হিসেবে প্রমাণ করে আধুনিক মানুষের আস্থা অর্জনের জন্য উঠে পড়ে লেগেছে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে, মানুষ এখন ধর্মের চেয়ে বিজ্ঞানকে বেশি নির্ভরযোগ্য মনে করছে।
আমি পতনের শব্দ শুনতে পাচ্ছি।
Category: ধর্মকারীTag: মিতকথন
Previous Post:সংলাপ
Next Post:ইছলাম একটি যৌনাঙ্গ… থুক্কু… পূর্ণাঙ্গ জীবনবিধান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top