সকালের “চাপাতির কোপ থেকে বাঁচার কয়েকটি উপায়” শিরোনামের পোস্টটি অনেকেই হালকা ভাবে নিয়েছেন, কেউ না বুঝে উলটো নাস্তিকদের গালাগালি করেছেন। কিন্তু পোস্টটি মোটেই হালকা বা গালাগালি করার মত ছিল না। ওই পোস্টে আমরা আল্যা নবী ইসলাম বা কোনো ধর্ম নিয়ে গালাগালি তো দূরে থাক, সামান্য সমালোচনাও করিনি। বর্তমান প্রেক্ষাপটে পোস্টটি খুবই প্রাসঙ্গিক এবং সিরিয়াস।
ভেবে দেখুন, শুধু পারিবারিক সূত্রে আস্তিক মুসলমান হিন্দু হওয়ার ফলে অনেকেই নাস্তিকরা কী লেখে বা ধর্মগ্রন্থে কী লেখা আছে, সেসব না জেনেও নাস্তিকদের কোতলের পক্ষে কথা বলেন, নাস্তিকরা খুন হলে খুশি হন। তাতে মনে হয়, দেশে এখন দুইটা শ্রেণী–নাস্তিক, নয়তো খুনী। শেষ পর্যন্ত বেশিরভাগ লোকে খুনীদের পক্ষ নিল!
কিন্তু আরো ভেবে দেখুন, খুনীরা কিন্তু ক্রমাগত ভাবে শুধু নাস্তিকদের কোতল করছে না। চাপাতিবাজি চলছে শিক্ষক, শিল্পী, বিদেশী, মুয়াজ্জিন, সাধু থেকে শুরু করে প্রায় সকল শ্রেণীর মডারেট মুসলমানদের উপরেও। এর কারণ কী? কারণ হলো, যারা চাপাতিবাজি করছে, তাদের চোখে তারা বাদে আর কেউই ইসলাম পালন করে না, বা করলেই জঙ্গীদের চোখে সেটা সহিহ ইসলাম নয়। এবার ভেবে দেখুন আপনি যেভাবে ইসলাম পালন করেন, সেটা সহিহ ইসলাম কিনা।
শুধু নামে বা আগাকাটা মুসলমান হলেই হবে না, আপনার পালনকৃত ইসলামকে হতে হবে সহিহ, প্রতি মুহুর্তে আপনাকে ১০০% ইসলাম মেনে চলতে হবে। একটু এদিক ওদিক হলেই চাপাতির কোপ খাবেন–দুইদিন আগে বা পরে।
আর সেজন্যই চাপাতির কোপ থেকে বাঁচার কয়েকটি উপায় আমরা আগের পোস্টে বর্ণনা করেছি। কারণ আমরা চাই যে কোনো উপায়েই হোক, এই চাপাতিতে কোতল হওয়ার লাইন আর লম্বা না হোক। তাই সিরিয়াসলি বলছি, ভেবে দেখুন আপনার ইসলাম সহিহ কিনা। না হলে আমাদের দেয়া উপায়গুলো মেনে চলুন, সহিহ মুসলমান হোন, চাপাতির কোপ থেকে বাঁচুন।
Leave a Reply