বা দিকের ছবিটা হিন্দুদের। কুসংস্কারের একটা নমুনা। অনেকদিন ধরে ফেসবুকে ঘোরাঘুরি করছিল। অনেকেই দেখেছেন। নাস্তিক এবং মুসলমানরা এটা নিয়ে অনেক হাসাহাসি করেছে।
ডান দিকের ছবিটা মুসলমানদের। কুসংস্কারের একটা নমুনা। কয়েকদিন ধরে ফেসবুকে ঘোরাঘুরি করছে। অনেকেই দেখেছেন। নাস্তিক এবং হিন্দুরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছে।
এবার একটি ছবিতে হিন্দু-মুসলমান এক করে দেয়া হয়েছে। কুসংস্কারের দুটি নমুনা। কিছুদিন ফেসবুকে ঘোরাঘুরি করবে। অনেকেই দেখবেন। নাস্তিকরা এটা নিয়ে অনেক হাসাহাসি করবে।
বেশিরভাগ লোকে তার নিজ ধর্মটি বাদে আর সব ধর্মকে ভূয়া বলে। এরা আস্তিক। বাকিরা তাদের নিজ ধর্মটি সহ আর সব ধর্মকেই ভূয়া বলে। এরা নাস্তিক।
এবার কেউ কি বলতে পারবেন নাস্তিকদের দোষটা আসলে কোথায়?
Leave a Reply