• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

আল্যাপাক কতটা অথর্ব? ১৯৭৯ সালের কাবা দখলের কাহিনী

You are here: Home / ধর্মকারী / আল্যাপাক কতটা অথর্ব? ১৯৭৯ সালের কাবা দখলের কাহিনী
July 29, 2017

আপনারা
কি জানেন ১৯৭৯ সালে এক লোক নিজেকে ইমাম মাহদি ঘোষণা দিয়ে তার অনুসারীদের নিয়ে দুই
সপ্তাহ কাবা দখল করে রেখেছিল
?
জুহায়মান
নামক এক লোক ১৯৭৯ সালে হঠাৎ করে কাবা দখল করে ফেলে তার সশস্ত্র অনুসারীদের নিয়ে। তারপরের
ঘটনা নিম্নরূপ – 
যদিও
ঐতিহাসিক কারণে কাবা এলাকায় রক্তারক্তি নিষিদ্ধ তারপরও এক ব্যাপক রক্তপাতের ঘটনা
ঘটায় সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। যে নাসারাদের দিনরাত অভিসম্পাত করা হয় সেই
নাসারারা, ফ্রান্সের পাঠানো সৈন্যদলও এ কাবা উদ্ধার অভিযানে সৌদিদের সাথে যোগ দেয়,
আরো যোগ দেয় পাকিস্তানিরা।
(নিম্নোক্ত ভিডিওতে দাবি করা হচ্ছে ফরাসি সৈন্যরা ইসলাম
গ্রহণ করেছিল, এ দাবি সত্য নয়)।
প্রায়
দুই সপ্তাহ পরে কাবা উদ্ধার করা হয়। এতে উভয় পক্ষে অন্তত ২৫০ জন্য মৃত্যুবরণ করে ও
অন্তত ৪৫০ জন আহত হয়।
এই
কাবা দখলের ঘটনা প্রমাণ করে আল্যাপাক পুরাই অথর্ব। কাবা আক্রান্ত হলেও তিনি
সাহায্য পাঠান না যদিও মুহাম্মদের জন্মের আগে যখন ৩৬০ টি মূর্তি কাবার ভেতর ছিল
তখন তিনি নাকি আবাবিল পাঠিয়ে কাবা রক্ষা করেছিলেন। এসব রসালো কাহিনী জানিয়ে কোরানের পুরো একটা সুরা নাজিল করে ফেলেন(সুরা ফিল)। হাহ হাহ হা!

দেখেন  বাংলা ভাষায় করা এই ভিডিও


এবার দেখেন ১৯৪১ সালের বন্যায় কাবা কিভাবে ভেসে যায় 


কাবা নিয়ে এই পোস্ট পড়তে পারেন। 

ঘটনাগুলো বিস্তারিত ঘেঁটে দেখতে পারেন ইন্টারনেটে। উইকিপিডিয়া
Category: ধর্মকারীTag: কাবা বিনোদন
Previous Post:হিজাবী হুরি যতো-২০
Next Post:বিশ্বাসের ভাইরাস মগজে পচন ধরায়!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top