পাল্লা পেজে সাধারণত ‘পাল্লা স্টাইলে’ লেখা হত কম। চুলকানি না দিয়ে নতুনদের কাছে লেখা পৌঁছে দেয়ার দিকেই নজর ছিল বেশি। অন্যের লেখা শেয়ার দেয়া, বা বইটই পড়তে থাকলে সেখান থেকে লেখা কোট করা–এভাবেই বেশি চলছিল। এসব লেখাও যে রিপোর্ট খেতে পারে–সেটা কল্পনাতেই আসেনি। তাই লেখাগুলো আসল আইডি দিয়েই পোস্ট দেয়া হত। কিন্তু পোস্ট রিপোর্ট হত, আর ফেসবুকও কোনো কারণে এইসব রিপোর্টের সূত্র ধরে পোস্ট ডিলিট করে এডমিন হিসেবে আসল আইডিটাকে ব্লক করত। অবাক হয়েছি এটা দেখে–খুব সাধারণ পোস্ট, কিন্তু পোস্টে *ন্দু মু*লিম *বী মো*ম্মদ ইত্যাদি শব্দগুলো থাকলে সেসব পোস্ট ফেসবুক ডিলিট করে আইডি ব্যান করেছে।
প্রথম দিকে ২৪ ঘণ্টা, ৩ দিন, ৭ দিন করে দিত। বছর দুই ধরে ১ মাস করে। খেয়াল করলে দেখবেন, বছর দুই ধরে আগের স্টাইলে পোস্ট দেয়া হতও না। তবুও পুরানো পোস্ট নিয়ে ঝামেলা করছে। আর আইডি ব্যান হলে খুব সম্ভবত শুধু লাইক দেয়া যায়। এছাড়া পোস্ট কমেণ্ট মেসেজের উত্তর–কিছুই দেয়া যায় না।
শেষবার পেজ আনপাবলিস করে আপিল করার সুযোগ দিয়েছিল। উপদেশ দিয়েছিল–ফেসবুক কম্যুনিটি স্টাণ্ডার্ডের সাথে যায় না–এমন পোস্ট থাকলে সেগুলো আগে ডিলিট করে তারপর আপিল করতে। রিস্ক না নিয়ে সব পোস্ট ডিলিট করে আপিল করা হয়েছিল। কিন্তু পেজটা আর পাবলিস করতে তো দিলই না, কোনো রকম নোটিস ছাড়াই একেবারে ডিলিট করে দিয়েছে। সেই সাথে সবগুলো আইডিকেই ব্লক করেছিল বিভিন্ন মেয়াদে। অথচ হালাল বাংলা চটি পেজটা আনপাবলিস করলেও সেটা ডিলিট করে নাই এখনো। অথচ হালাল পেজ পুরাই হালাল চটিতে ভর্তি।
পেজ বা পোস্ট রিপোর্টের জন্য সবাই আস্তিকদেরকে সন্দেহ করতে পারেন। স্বাভাবিক। কিন্তু আমার কেন জানি মনে হয়–এর পেছনে ভালো নাস্তিকরাও আছে। পাল্লাকে অনলাইনে টিকতে দেয়া হবে না, ব্লগ-ফেসবুক থেকে একেবারে বিদায় করে দেয়া হবে, কোথাও দাঁড়াতে দেয়া হবে না–এরকম আলোচনা ভালো নাস্তিকদের মাঝে হয় বলে কানাঘুষা শুনি। আর লীগাররা তো আছেই। চোখ কান খোলা রাখলেই টের পাবেন–পাল্লার জন্য কাদের স্বার্থে বা অনুভূতিতে আঘাত লাগে। অথচ ব্যক্তিগত ভাবে কারো সাথেই কোনো ক্যাচাল নেই।
তবে পেজটা হাওয়া হয়ে যাওয়াতে বিরক্ত খুব। কেমন যেন একটা আত্মঘাতী মনোভাব এসে গেছে। এই মনোভাবের জন্য মনে মনে আরো বিরক্ত লাগছে।
শেষে এগিয়ে এসেছে বিশু কর্মকার (Bishu Karmakar)। বুঝিয়েছে অনেক। আবার পেজ খুলতে বলছে। রাজি হই নাই। তারপর বলেছে সে নিজেও ফেসবুকে আসবে। তবে আড়ালেই থাকতে চায়। বলেছি তা হবে না। তারপর একাউণ্ট খুলেছে। পেজ খুলে দিয়েছে। একাউণ্টের একসেসও আমাকে দিয়েছে। পেজ খুলে দিলে আমি পেজের ইউজারনেম সেট করতে গিয়ে দেখলাম আগের নামেই (এফবি ডট কম /daripallabd) পেজ বানানো যায়, কিন্তু লিঙ্কটা শেয়ার করা যায় না… ব্যান লিঙ্ক হিসাবে দেখায়। তাই পরে একটা 2 যোগ করে daripallabd2 করা হয়েছে।
প্রথমবার সেই যে আইডি থেকে পাল্লা নাম বাদ দিয়ে আসল নামে করে দিল, তখন পাল্লা নামে পেজ খুলে রেখেছিলাম। খুব উৎসাহ নিয়ে নির্লজ্জের মত সবাইকে ইনভাইট করতাম। বিশুকে বলে মাঝে মাঝে পোস্ট বুস্ট করাতাম। এখন আর সেই আগের মত উৎসাহ নেই। তবুও দেখা যাক–নতুন দাঁড়িপাল্লা ধমাধম পেজের লিঙ্ক দিলাম কমেণ্টে। যাদের আগ্রহ আছে তারা চেক করে দেখতে পারেন।
যারা মনে রেখেছিলেন, সবাইকে ধন্যবাদ।
Leave a Reply