– কেয়ামত হবে?
— হ্যাঁ, হবে। আল্লাহ নিজে বলেছেন এই কথা।
– যদি কেয়ামত না হয়, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে?
— আল্লাহর কথা মিথ্যা হবে না। কেয়ামত হবেই হবে।
– কেয়ামতের আগে সবাই ইসলাম থেকে দূরে সরে যাবে, অমুসলিম হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে?
— হ্যাঁ, কেয়ামতের অনেকগুলো লক্ষণের মধ্যে ওটাও একটা লক্ষণ।
– সবাই ইসলাম থেকে দূরে না সরে গেলে, অমুসলিম না হয়ে গেলে, নাস্তিক হয়ে না গেলে কেয়ামত হবে না?
— না, হবে না।
– তাহলে আল্লাহর কথা সত্য প্রমাণ করতে হলে সবাইকেই একদিন ঈমান হারিয়ে নাস্তিক-কাফের-নির্ধর্মী হতে হবে?
— মানে?
– মানে দুনিয়ার সবাই ঈমান না হারালে তো কেয়ামত হবে না, আল্লাহর কথা সত্য হবে না।
— হিসাবে তো তাই হয়।
– তাহলে আসেন সবাই ঈমান হারিয়ে নাস্তিক-কাফের-নির্ধর্মী হয়ে যাই এবং আল্লাহর কথার সত্যতা প্রমাণ করি।
Leave a Reply