অনেকেই পূজা-এবাদত-প্রার্থনার সাথে শ্রদ্ধা-সম্মান দেখানোরে এক করে ফেলেন। ভারতীয় রীতিতে পূজার সময়েও যেমন ফুল, শ্রদ্ধা জানাতেও ফুল; তাই দুটো জিনিসকেই বাইরে থেকে প্রায় একই রকম মনে হয়।
তবে পূজা-এবাদত-প্রার্থনা হলো ভগবান-আল্লাহ-ঈশ্বরকে এক ধরণের ঘুষ প্রদান, এবং তার বিপরীতে ভগবান-আল্লাহ-ঈশ্বরের কাছ থেকে কিছু লাভের লোভ-আকাঙ্খা।
আর শ্রদ্ধা-সম্মান প্রদর্শনে ফুলের আয়োজন থাকলেও সেটা পূজা-এবাদত-প্রার্থনা নয়, কারণ এখানে বিপরীতে কিছু পাওয়ার লোভ-আকাঙ্খা নেই।
শহিদ মিনারে, স্মৃতিসৌধে, কারো বেদিতে, প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে যাদের চুলকানি আছে অর্থাৎ শ্রদ্ধা-সম্মান প্রদর্শন জিনিসটাকে যারা পূজা-এবাদত-প্রার্থনার সাথে গুলিয়ে ফেলেন, তারা ছবিটা দুইটা দেখে পার্থক্য বুঝে নিতে পারেন।
Leave a Reply