• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

পূজা-এবাদত-প্রার্থনা বনাম শ্রদ্ধা-সম্মান

You are here: Home / চুতরাপাতা / পূজা-এবাদত-প্রার্থনা বনাম শ্রদ্ধা-সম্মান
June 11, 2015

অনেকেই পূজা-এবাদত-প্রার্থনার সাথে শ্রদ্ধা-সম্মান দেখানোরে এক করে ফেলেন। ভারতীয় রীতিতে পূজার সময়েও যেমন ফুল, শ্রদ্ধা জানাতেও ফুল; তাই দুটো জিনিসকেই বাইরে থেকে প্রায় একই রকম মনে হয়।
তবে পূজা-এবাদত-প্রার্থনা হলো ভগবান-আল্লাহ-ঈশ্বরকে এক ধরণের ঘুষ প্রদান, এবং তার বিপরীতে ভগবান-আল্লাহ-ঈশ্বরের কাছ থেকে কিছু লাভের লোভ-আকাঙ্খা।
আর শ্রদ্ধা-সম্মান প্রদর্শনে ফুলের আয়োজন থাকলেও সেটা পূজা-এবাদত-প্রার্থনা নয়, কারণ এখানে বিপরীতে কিছু পাওয়ার লোভ-আকাঙ্খা নেই।

শহিদ মিনারে, স্মৃতিসৌধে, কারো বেদিতে, প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে যাদের চুলকানি আছে অর্থাৎ শ্রদ্ধা-সম্মান প্রদর্শন জিনিসটাকে যারা পূজা-এবাদত-প্রার্থনার সাথে গুলিয়ে ফেলেন, তারা ছবিটা দুইটা দেখে পার্থক্য বুঝে নিতে পারেন।

puja-respect

Category: চুতরাপাতা
Previous Post:ইসলামের ধর্ম – যুদ্ধ
Next Post:নিত্য নবীরে স্মরি – ১৯২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top