* “দারুল ইসলাম” গঠনের পর পৃথিবী ব্যাপী শুধুই শান্তি প্রবাহিত হতে থাকবে। কারণ দারুল ইসলামে কেবল মুসলিম সম্প্রদায় ব্যতিত আর কারুর স্থান নেই।
* মুহাম্মদের/আল্লাপাকের স্বপ্নের “দারুল ইসলামে গুড়ে বালু দিয়েছে তার শিষ্যরাই। আলী, ওমর, আবু বকর, ওসমানরা কাফেরদের বংশ নিবংশ করেই আরবের বুকে ইসলামের জয় পতাকা উড়ে ছিল।
* তবু ইসলামের ওয়াদা “শান্তি” আরবের বুকে দেখা মেলেনি।…তবু মুহাম্মদের শিষ্যরা “দারুল ইসলাম” গঠনের স্বপ্নে বিভোর!…
* অতি সম্প্রতি দারুল ইসলামের সেনানায়করা ইয়েমেনকে কেন্দ্র করে নিজেরা ফের বিবাদে জড়িয়ে পড়েছে।
* মুহাম্মদের সুন্নি শিষ্যরা (সৌদি আরব) ইয়েমেনের সুন্নি ভাইদের সাহায্য করতে হামলা চালিয়েছে।
* অপর দিকে মুহাম্মদের শিয়া শিষ্যরা (ইরান) ইয়েমেনের তাদের শিয়া ভাই হুথি বিদ্রোহিদের সাহায্যে পাল্টা আক্রমন করার হুশিয়ারী দিয়েছে।
* বাংলাদেশে অধুনা আরো একটা ফিকরা তৈরি হয়েছে যারা “মডারেট মুসলমান” নামে পরিচিত। এরা নামাজ-টামাজ মায় প্রক্টিক্যাল ইসলামকে তেমন একটা পালন না করলেও প্রবল নবীপ্রেমি। এরাও দুনিয়ার সমস্ত মুসলমানকে “ইহা সহি মুসলমান নহে” বলে মনে করে। ইয়েমেনের ঘটনার পরও এরা একই কথা বলছে- “ইহা সহি ইসলাম নহে”!…
* সুন্নিদের পরম মিত্র (জিহাদের সময় কাফেরদের সঙ্গেও মিত্রতা চলে) কাফের যুক্তরাষ্ট্র সুন্নি সৌদি আরবের হামলাকে সমর্থন জানিয়েছে। সঙ্গে আরেক কাফের ইংলেন্ডও সুর মিলিয়েছে।
* সৌদি আরব অলরেডি শিয়া মসজিদের ব্যাপক বোমা হামলা চালিয়েছে। মসজিদে হামলা চালানো যে জায়েজে এটা আমরা হররোজ দেখতে পাই! শিয়ার কাছে সুন্নি মসজিদ আর সুন্নির কাছে শিয়া মসজিদ আসলে মসজিদই না- স্রেফ উপসানালয়!
* ইসলামের ঠিকাদার সৌদি আরবের নেতৃত্বে এই হামলায় যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, মরক্কো, জর্ডান, কাতার ও সুদান।
* আমাদের বড় ভাই পাকিস্তান কখনো মুসলিম কওমের বিষয়ে চুপ থাকতে পারে না। তারা বলেছে সুন্নি বড় আব্বা সৌদি আরবের হয়ে তারাও আক্রমনে সামিল হতে ইচ্ছুক। ছোট ভাই বাংলাদেশ এখনো কিছু বলেনি। তবে সে-ও কওমের বাইরে যাবে না এ তো জানা কথাই…
(Susupto Pathok-এর স্ট্যাটাসের চুম্বক অংশ)
Leave a Reply