• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

নাস্তিক থেকে আস্তিক, মুক্তাবাল এবং দ্যাশফ্রেম (ফেসবুক স্ট্যাটাস)

You are here: Home / চুতরাপাতা / নাস্তিক থেকে আস্তিক, মুক্তাবাল এবং দ্যাশফ্রেম (ফেসবুক স্ট্যাটাস)
March 23, 2015

– আমিও একসময় নাস্তিক ছিলাম। তারপর সব কিছু বুঝে শুনে আল্যাতে বিশ্বাস আনছি।

— জ্বি, আগে নাস্তিক ছিলেন…জন্মের পরে…। তবে জ্বি না, বুইঝা শুইনা আল্যাতে বিশ্বাস আনেন নাই। কুট্টিকালে আপনার আব্বু জোর কইরা আপনের নুনুর আগা কাইটা দিছে। তারপর থিকা আস্তিক হইছেন। আর তারপর থিকা ভয়ে আছেন, যদি আবার নাস্তিক হইয়া গেলে নুনুর গোড়া কাইটা দেয়, তাইলে বেহেস্তে গিয়া হুরপরী লাগাইবেন কেমনে! তাই আস্তিক হইছেন…

কেস নাম্বার দুই
==============

– আমিও একসময় নাস্তিক ছিলাম। তারপর সব কিছু বুঝে শুনে আল্যাতে বিশ্বাস আনছি।

— জ্বি বস, আমিও একসময় সাঁতার জানতাম। তারপর একদিন শুনলাম মূসা নবী লাঠি দিয়া পিটাইয়া নদী ভাগ কইরা ফেলছিল আর ইসা নবী পানির উপ্রে দিয়া হাইটা যাইত। তারপর থিকা সাঁতার ভুইলা গেছি; পানিতে নাইমা দুইটা লাথি মারলেই পানি দুই ভাগ হইয়া যায়, আর তখন হাইটা চইলা যাই। আর লাথি মারতে আসলেমি লাগলে ইসার মত পানির উপ্রে দিয়া হাইটা যাই।

==============

ফেবুতে ছাগুদের নুনু-চোষা কিছু নাস্তিক পয়দা হইছে। ছাগুরা তাদের পেজ বা ওয়েবসাইটে তাদের নুনুর আগায় বালছাল আবেগ মাখাইয়া চুলকানি দেয়, আর এই বালছাল নাস্তিকগুলা সেই ছাগুদের নুনু চুইষা দিয়া আসে। এই পর্যন্ত থাকলে আপত্তি ছিল না। এই বালছাল কাহিনী আবার নিউজফিডে আইসা পড়ে। সেসব নিয়া প্রশ্ন তুললে আবালগুলা ছাগুদের মত পিছলায়। ওহ…মুক্তাবাল শব্দটা আবার মনে পড়ছে।

==============

ইউটিউবে প্রচুর ফানি ও আবেগী ভিডিও পাওয়া যায়। সেগুলা ডাউননোড কইরা ফেবুতে ছাড়লে অনেক লাইকও পাওয়া যায়। এই কাজটা করে কিছু ছাগুপেজ। রেডিওমুন্না তার একটা। আবার কিছু মুক্তাবালে এই ছাগুপেজের ভিডিও শেয়ার দিয়ে অশেষ নেকী হাসিল করে! এইখানেও আমার সমস্যা নাই। তবে অনুরোধ, এগুলা যাতে আমার ওয়ালে না আসে…প্লিজ…

==============

কয়েকদিন চুপচাপ দেখলাম “কলব চলবে” বইলা কলম চালাতে গিয়া অনেকেই কলমের নিব ভাইঙ্গা ফেলাইছেন। তাই কলম চালিয়েদের উপর আস্থা রাখতে পারছি না। “পুন্দানি চলবে” স্নোগানে কারা কারা আছেন, হাত তুলেন।

==============

পুন্দানি চালাতে গিয়া কোপ খাইলে কেউ কিন্তু আগাইয়া আসবে না। অভিজিৎ রায় নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে গেছেন। সো নিজের কল্লা আগে সামলাইয়া। ভয় খাইলে অফ যান। নাইলে ছলে-বলে-কৌশলের (বল বাদ দিয়া, কেননা নাস্তিকদের পক্ষে এটা সম্ভব না) ছলে-কৌশলে আগান।

==============

ইনবক্সে খাজুইরা আলাপ বাদ দেন। বিশেষ করে মেয়েদের (ছাইয়া) সাথে…। এইটা এড়াইয়া থাকতে পারলে আপনি ৯০% সেইফ।

==============

আল্যারেই যখন অবিশ্বাস কইরা এই পথে নামছেন, তখন এই পথে আর কাউরেই বিশ্বাস করার দরকার নাই। এমনকি পাল্লারেও না। আবারো কই–কাউরেই বিশ্বাস কইরেন না! আবারো কইতাছি কইলাম–“কাউরেই বিশ্বাস কইরেন না।”

==============

পুন্দানির উপর ওষুধ নাই। হ্যাপি পুন্দানি!

==============

ওহ, আপনে যখন অন্যের দেশরে গালি দিয়া দেশপ্রেম সোদান, তখন আপনার দেশ, আপনার দেশের আম্মু, আপনার দ্যাশফ্রেমের আম্মুরে টুটটুট কইরা সুদি…

Category: চুতরাপাতা
Previous Post:খাবার উদলা রাখলে তাতে মাছি বসে
Next Post:বাঙালি মুসলিমচরিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top