আমাদের মুক্তিযুদ্ধকে ‘সিভিল ওয়ার’ ডাকে কারা জানেন তো? ঠিক ধরেছেন, রাজাকারের বাচ্চারা আর তাদের ছাগতোষক কর্তৃপক্ষ। এমনি এক কর্তৃপক্ষের খোঁজ দিয়েছেন ব্লগার নিঝুম মজুমদার। গতকাল রবিবারের টাইমস পত্রিকায় প্রকাশিত ছবিটি’র শিরোনামে এভাবেই বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ ও এর ফলে নির্যাতিত মানুষকে এভাবেই অপমান করেছে পত্রিকাটি।
পত্রিকাটি প্রকাশিত হয় লন্ডন থেকে, সেই ব্রিটেন, যেখানে আজো দোর্দান্ত প্রতাপে ঘুরে ফেরে আলবদরের চীফ চৌধুরী মাইনুদ্দীন। ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় এরা ঘোঁট পাকায় বাংলাদেশের চলমান যুদ্ধাপরাধী বিচার বানচালের। নেহায়েত অজ্ঞতা থেকে নয়, মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার নাম দেবার এই নির্লজ্জ্ব প্রচেষ্টার প্রতিরোধে তাই আসুন প্রতিবাদ পাঠাই: [email protected] এই ঠিকানায়।
–আরিফুর রহমান
http://www.facebook.com/photo.php?fbid=10150519005009071
Leave a Reply