“আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র সত্য ধর্ম”, “আমার দেশই সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র ধোয়া তুলসি পাতা”–দুইটার মধ্যে খুব একটা পার্থক্য দেখছি না।
২. প্রতিটা দেশেই সাদা-কালা মানুষ-অমানুষ থাকে…কাটলে সবারই লাল রক্ত বের হয়, আর ধর্ম যেভাবে মানুষের মাঝে ভেদাভেদের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, দেশের সীমানাও তাই–ভুলে গেলে কেমনে কী!
৩. ধর্মীয় মতবাদের ভিন্নতার জন্য যেমন গালাগালি দেখেছি, এই দেশের সীমানা নিয়েও সেই একই গালাগালি দেখতেছি…আমরাই আবার সবাইকে সবাই যেন “মানুষ” ভাবে, সেই প্রেরণা দেই! কিছুই মাথায় ঢুকতেছে না!
৪. “…সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে…”–দেশপ্রেম প্রকাশ করতে এই কথার চাইতে বড় কথা মনে হয় আর হয় না। এই কথার মধ্যেই চরম দেশপ্রেম প্রকাশ পায়। এখানে নিজের দেশরে ভালোবাসার কথা বলা হইছে। দেশপ্রেম দেখাইতে অন্যের দেশ আর সেই দেশের মানুষরে গালি দেয়ার দরকার হয় নাই, হেয় করার দরকার হয় নাই।
৫. যাদেরকে একটু অন্যরকম ভাবতাম, তারাই আজ বেশি মন খারাপ করে দিচ্ছে।
Leave a Reply