(লিখেছেন : শহীদুজ্জামান সরকার)
আক্কাস মিয়া নাস্তিক। ইসলাম নিয়ে খুব চুলকানি। একদিন ফকাত করে একটা সুন্দরি মেয়ের ফ্রেন্ড রিকু পেয়েছে আক্কাস মিয়া। আক্কাস মিয়া খুসিতে ভুষি উড়াইতেছে। কি আনন্দ আকাশে বাতাসে এ যেন স্বর্গের হুর পরি যদিও আক্কাস মিয়া এসব বিশ্বাস করেনা।
রিকুটা গ্রহন করার সংঙ্গে সংঙ্গে আক্কাস মিয়া নক করলো মেয়েটাকে।
-হাই শুভ সন্ধ্যা।
-হুম শুভ সন্ধ্যা ধন্যবাদ রিকুটা গ্রহন করার জন্য,আপনি কিন্তু খুব ভাল লেখেন।
-তাই আমার লেখা গুলো পড়েছেন।
-না পড়ে উপায় আছে সত্যি আপনি খুব দারুন লেখেন।
-তাই নাকি!
এভাবেই আলাপ এগিয়ে যায় রাতের পর রাত চ্যাট মজা চলতে থাকে।
কয়েক সপ্তাহ হয়ে গেলো আলাপ চলতেই আছে।
একদিন।
মেয়েটি নক করলো।
এবার কিন্তু আপনিটা তুমিতে চলে এসেছে।
– তোমার একটা ছবি দিবে,তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে।
-(আক্কাস লুলায়িত)মানে আসলে ইয়ে।
-প্লিজ দাও জান তোমাকে যে দেখতে বড্ড ইচ্ছে করে।
অবশেষে আক্কাস সদ্য তোলা একখান ছবি দিতে বাধ্য হলো।
কয়েক দিন পর এক সন্ধ্যায় আক্কাস মিয়ার রক্তাক্ত লাশ পাওয়া গেলো টি এস সি অথবা কোন এক রাস্তার মোড়ে। ধারালো চাপতি দিয়ে কুপিয়েছে।
==================
সংযোগ : ইনবক্সে টাইম পাস করেন, সমস্যা নাই। তবে ভুলেও ছবি নাম ঠিকানা ব্যক্তিগত ইনফো শেয়ার কইরেন না।
Leave a Reply