• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ধর্মীয় বিষয়ে ফতোয়া দেয়া যাবে, তবে তা মানতে বাধ্য করা যাবে না

You are here: Home / চুতরাপাতা / ধর্মীয় বিষয়ে ফতোয়া দেয়া যাবে, তবে তা মানতে বাধ্য করা যাবে না
January 26, 2015

২০০০ সালের ২ ডিসেম্বর একটি পত্রিকায় ফতোয়া সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের আতিথা গ্রামের এক গৃহবধূকে ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে দিতে বাধ্য করা হয়। বিষয়টি নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী এবং বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ সব ধরনের ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে রায় দেন।

ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ নামে দুই ব্যক্তি আপিল করেন।

২০১১ সালের ১ মার্চ আপিলের শুনানি শুরু হয়।…পরে ওই বছরের ১২ মে সর্বোচ্চ আদালত ফতোয়া নিয়ে সংক্ষিপ্ত রায় দেন। এর সাড়ে তিন বছরের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো। আপিল আংশিক মঞ্জুর করে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়।

রায়ে বলা হয়, ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যেতে পারে। তবে এর মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যেতে পারে। যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারেন। তবে তা মানতে বাধ্য করা যাবে না। ফতোয়ার মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যক্তির সাংবিধানিক অধিকার ও মর্যাদা ক্ষুন্ন করে, এমন কোনো ধরনের ফতোয়া দেওয়া যাবে না।

(বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সৌজন্যে)

==================================

ধর্মীয় আইনসংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের এই রায়টিই ফাইনাল। এর পরে সবার ধর্ম সংক্রান্ত মত প্রকাশে স্বাধীনতা থাকবে, তবে কেউ আর কাউকে ধর্মীয় আইন মানতে বাধ্য করতে পারবে না। এই গুরুত্বপূর্ণ আইনের খবরটি সবার নজরে আনার জন্য শেয়ার করতে অনুরোধ করছি।

Category: চুতরাপাতাTag: ফতোয়া
Previous Post:চিত্রপঞ্চক – ১০৭
Next Post:সরস্বতী পুজোর গল্প

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top