কোরানের কোথাও সার্বিকভাবে ধর্ষণবিরোধী কোনও আয়াত নেই, বরং আছে এমন কিছু আয়াত, যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্ষণ উৎসাহিত করে। জানি, এমন কথা বুইললেই মমিনেরা বুইলবে যে বুইলছে! ইসলামের রীতি অনুযায়ী, স্ত্রী নিজের যে কোনও শারীরিক ও মানসিক অবস্থায় যে কোনও সময় চাহিবামাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে! ইসলামে ‘স্বামী কর্তৃক ধর্ষণ’ বলে কিছু নেই (ভিডিওতে দেখানো হচ্ছে, বাংলাদেশের আইনেও এমন অপরাধের বিষয়টি অনুপস্থিত)।
রোমানিয়ার তুখোড় যুক্তিবাদী মেয়ে ক্রিস্টিনা ‘ইসলাম ও ধর্ষণ’ বিষয়ক তাঁর ভিডিওর নাম দিয়েছেন Raping Islam

Leave a Reply