• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ধর্মে গরু আর শুকর খাওয়া + আরো কিছু ধর্মীয় বিধান নিয়ে ফেসবুকের বেয়াদব পেজের কিছু “বেয়াদবি”

You are here: Home / চুতরাপাতা / ধর্মে গরু আর শুকর খাওয়া + আরো কিছু ধর্মীয় বিধান নিয়ে ফেসবুকের বেয়াদব পেজের কিছু “বেয়াদবি”
February 3, 2012

পেশাগত জীবনে চিকিৎসক হয়ে এটুকু বলতে পারি, গরু আর শুকর দুটোই লাল মাংস। ছাগলও লাল মাংস। রেড মিট সবগুলোই একটি নির্দিষ্ট বয়সের পর এবং কিছু অসুখে (Stroke, hypertension, cardiac disease, atherosclerosis, obesity) শরীরের জন্য ক্ষতিকর, সেটা শুকর হোক আর গরু বা ছাগল। parasite বা helminth, tapeworm (Taenia saginata) পূর্ণ সিদ্ধ হয়নি এ রকম গরুর মাংস দিয়েও হতে পারে, শুকর দিয়েও হতে পারে। Fasciola hepatica ( LIVER FLUKE) গরু বা ভেড়া দিয়ে হতে পারে, কিংবা যে কোন গবাদি পশু দিয়েই হতে পারে। বিদেশে ফার্মে খাবারের জন্য শুকর পালন করে খুব পরিষ্কার পরিছন্নভাবে, স্বাস্থ্যসম্মত উপায়ে। এগুলো সঠিকভাবে সিদ্ধ করে খেলে এসব রোগ সংক্রমন হবার সম্ভাবনা খুবি কম। ডেনমার্ক, নিউজিল্যান্ড এর মানুষ প্রচুর শুকর খায়। তাদের গড় আয়ু কিন্তু কম না। আর পশ্চিমা বিশ্বসহ, চীন, জাপান, কোরিয়া, ভারতে শুকর খেয়ে বহু মানুসই বেঁচে আছে। আমরা চিকিৎসকরা রোগী আসলে বলি না যে আপনার hypertension, আপনি শুকর খাবেন না, গরু খেতে পারেন। বরং দুটোই ক্ষতিকর আমরা বলে দেই লাল মাংস খাবেন না। গরু খেলে তো ভয়ঙ্কর mad cow ডিজিজ হয়, সেটার কি ব্যাখ্যা হয়? শুধু শুকর এর দোষ দিয়ে লাভ কি? কোরআন-এ লেখা আছে তাই?

চিকিৎসা বিজ্ঞানে আছে বোরখা যেসব মেয়ে বেশী পরিধান করে তাদের OSTEOPOROSIS (হাড়ের ক্ষয় রোগ) বেশী হয়, কারণ সূর্যের আলো ভিটামিন D তৈরিতে সাহায্য করে এবং এই ভিটামিন D শরীরে CALCIUM শোষনে সহায়তা করে। অস্থির গঠন আর বৃদ্ধির জন্য এই CALCIUM আর VITAMIN D খুবই প্রয়োজনীয়। Grays anatomy তে পড়েছিলাম নিজের আত্মীয়স্বজন বা রক্তের মাঝে বিয়ে হলে hereditary deformity (বংশগতি অঙ্গবিকৃতি), congenital anomaly (জন্মগত অস্বাভাবিকতা) অসুখগুলি একটি পর্যায়ে গিয়ে জীনগত কারন এ বেশি হয়। কোরআন তো বিজ্ঞানের ধর্ম। তাহলে ওখানে আত্মীয় স্বজনের মাঝে (খালাত, চাচাত ভাই বোন) বিয়ের কথা কেন উল্লেখ আছে?

এবার আসি ফরেনসিক মেডিসিনে। ফরেনসিক মেডিসিনে ১৫ বছরের নিচে কোন মেয়ের puberty হোক বা না হোক, সেই মেয়ের ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যৌন সম্পর্ক করাকে ধর্ষণ বলা হয়েছে। বিজ্ঞান মতে ৬ বছর বা ৯ বছর বা ১৫ বছর বয়সী একটি মেয়ের মানসিক গঠন কখনই বিয়ের জন্য উপযোগী হয় না। আগে মানুস করত সামাজিক কারণ কিংবা কুসংস্কারের কারণে। কিন্তু নবিজি তো তা নন। উনি তো মহাকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান অনুযায়ী মুহাম্মাদ নবি দুটি দোষে অপরাধী, (১) বাল্যবিবাহ (বিয়ের জন্য মানসিক গঠন সম্পূর্ণ হয়নি এমন কোন মেয়েকে বিবাহ) (২) ধর্ষন (৯ বছরের মেয়ের সাথে বিছানায় গমন)।

আর puberty এর বিজ্ঞান প্রমান করার জন্য বা আয়েশার ৯ বছর পর puberty হলে ৫২ বছর এর নবিজিকে তাকে বিয়ে করে সেই প্রমান করতে হবে ? প্রমান করার জন্য আর কোন অল্পবয়স্ক ছেলে আরবজাহানে ছিল না?

– টেস্ট অফ চেরি
Thursday, February 2, 2012 at 12:25am
আমরা সত্য কথা বলি তাই আমরা বেয়াদপ”
(http://www.facebook.com/beyadop/posts/372195672794320)

Category: চুতরাপাতাTag: আয়েশা, ইসলাম ধর্ম, মুহাম্মদ
Previous Post:হুমায়ুন আজাদ পুত্র অনন্য আজাদ বলছেন হুমায়ূন আহমেদ সম্পর্কে (আসিফ মহিউদ্দীনের ফেসবুক স্ট্যাটাসে)
Next Post:অসম্ভব নয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top