• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

নবি পোন্দন সপ্তাহ + সানিস্বতী পূজা

You are here: Home / চুতরাপাতা / নবি পোন্দন সপ্তাহ + সানিস্বতী পূজা
January 19, 2015

১। “নবি পোন্দন সপ্তাহ” সফল ভাবে সম্পন্ন করার জন্য এডমিনদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ইভেন্টের মূল আইডিয়া দেয়ার জন্য এবং প্রচার সম্পাদকের ভূমিকা পালন করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি ইংল্যাণ্ড প্রবাসী বিখ্যাত ফেসবুক সেলিব্রেটি জনাব গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদাকে। উনি পর্দার আড়ালে থেকে রিভার্স আকারে সেইসব লেখা এবং ইভেন্টের লিঙ্ক পোস্ট না দিলে এই ইভেন্টের কথা অনেকের কাছেই অজানা থেকে যেত।

২। নবি পোন্দন সপ্তাহের পরে আমরা শুরু করছি “সানিস্বতী পূজা সপ্তাহ”। সানিস্বতী হলেন আমাদের বিদ্যার দেবী। আরো পরিষ্কার করে বললে–বিশেষ যৌনবিদ্যার দেবী। অনেকেই জানেন এই পূজা উপলক্ষ্যে বিশেষ একটি ইভেন্ট খোলা হয়েছে। সপ্তাহ শেষে অঞ্জলী প্রদান পূর্বক এই পূজা শেষ হবে। কোনো প্রকার পড়াশোনা না করেও শুধু দেবী পূজা দিয়ে যেমন বিদ্যা অর্জনের পথ রয়েছে, তেমনি কোনো প্রকার যৌনকর্মে অংশগ্রহণ না করেও এই বিশেষ যৌনবিদ্যা লাভের একমাত্র উপায় হলো মন-প্রাণ দিয়ে সানিস্বতী দেবীর পূজা করা। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পূজার মন্ত্র আপনি বা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। ইভেন্টে যোগ দিন, পূজায় অঞ্জলী দেয়ার সচিত্র ফুল-দূর্বার পাশাপাশি মন্ত্রেরও যোগান দিন। (ইভেন্টের লিঙ্ক কমেন্টে দিচ্ছি)

৩। নবি পোন্দন সপ্তাহের ইভেন্টে নবি সংক্রান্ত কার্টুন এবং লেখালেখি বাদে অন্য প্রসঙ্গের ছবি-কার্টুন-লেখালেখি কেউ পোস্ট করেনি বললেই চলে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি এডমিনেরা অনলাইনে না থাকলেই একটি বিশেষ ধর্মের বিশেষ শ্রেণীর ধর্মাবালরা সানিস্বতী পূজা সপ্তাহের ইভেন্টে সানিস্বতী পূজার সাথে সম্পর্কযুক্ত নয়, এমন সব কন্টেন্ট, যেমন নবি ও ইসলাম ধর্ম সম্পর্কিত কোলাজ-কার্টুন ইত্যাদি পোস্ট করে যাচ্ছে। এ যেন পূজা বানচাল করার উদ্দেশ্যে রাতের আঁধারে পূজা মণ্ডপে গরুর মাথা ও হাড়গোড় রেখে যাওয়ার মত সাম্প্রদায়িক কুকর্ম! আমরা অহেন সাম্প্রদায়িক কু-কর্মকাণ্ডের গভীর নিন্দা জানাচ্ছি।

৪। সবশেষে আমরা বলতে চাই–সানিস্বতী পূজা, বিশেষ করে সানিস্বতী দেবী চরিত্র সম্পূর্ণরূপে আগডুম-বাকডুম। এর সাথে জীবিত, মৃত, পৌরাণিক, কাল্পনিক কোনো ব্যক্তি বা চরিত্র বা ঘটনার সাথে মিলিয়ে কেউ কোনো বিশেষ অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে তা নিতান্তই কাকতাল এবং বকতাল। তারপরেও কেউ আঘাত পেলে আমাদেরকে জানান যাতে আমরা অবোরোধ-হরতাল করে হলেও এরকম ইভেন্ট আরো বেশী বেশী পালন করতে পারি। আপনাদের আঘাতপ্রাপ্ততাই আমাদের সকল অনুপ্রেরণার উৎস।

৫। সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সানিস্বতী পূজার নিমন্ত্রণ রইল।

goddess-saraswati

Category: চুতরাপাতা
Previous Post:হা-হা-হাদিস – ১২২
Next Post:সানিস্বতী পূজা সপ্তাহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top