• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

অনেক দিন পরে পাঁচমিশালী

You are here: Home / চুতরাপাতা / অনেক দিন পরে পাঁচমিশালী
January 5, 2015

১. আসলে হইছে কি, কিছুদিন না এলে পরে আসতে কেমন জানি লজ্জা লজ্জা লাগে

২. আবার একবার যখন এসে পড়ি, তখন এত কিছু বলার থাকে যে কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করি… কয়েকদিনের অভ্যাস নেই, তাই এখন হয়তো গুছিয়ে লিখতে পারব না…

৩. দেরিতে হলেও সবাইকে ‘হ্যাপি নিউ ইয়ার’… আর ন’বিবি নিয়ে যে বিজি, সেই নবিজিকে হেব্বি বাড্ডে…

৪. নবিজিরে এই হেব্বি বাড্ডে জানানো জিনিসটা বিদয়াত নাকি সুন্নত–সেইটা মুসলমানরা কোনোদিন ঠিক করতে পারবে কিনা সন্দেহ। তবে আপাতত সৌদির গ্রান্ড মুফতির কথাই ঠিক–জিনিসটা উদযাপন করা “পাপ”, আর সেই পাপের গজবে বাংলারবদেশে অর্ধশতাধিক আহত হুহুহু…

৫. গজব নিজের উপরেও পড়ছে…তার আগে একটা সুখবর–গাড়ি চালানোর লাইসেন্স পাইয়া গেছি। লাইসেন্স পাইতেই আতরের দোকানের মালিক হুজুরে তার পুরান গাড়ি খানা আমার উপর চাপাইয়া দিছে নামমাত্র মূল্যে।

৬. আর গজবটা হইলো–গাড়ি নিয়া পুত্তমবার টেস্ট ড্রাইভ মারতে গিয়াই টিকিট খাইছি– গাড়ির গ্লাস নাকি বেশি ডার্ক! আসল হইছে কি, হুজুরে তার বউ-মাইয়ারে খালি বুরখায় পিন্দাইয়া মজা পায় নাই, গাড়ির জানালার গ্লাসেও আঠাওয়ালা কালা প্লাস্টিকের বুরখা পিন্দাইছিল। (এর পরেও আমি যে হুজুরের মাইয়ার চক্ষু দেইখা ফেলাইছি, এইডা হুজুরে জানে না, আর হুজুরের বউ যে দেখা হইলেই চক্ষু তুইলা বাসায় দাওয়াত দেয়, হেইডাও জানে না  )
হুজুরে উপদেশ দিল, কোনো গ্যারেজে গিয়া প্লাস্টিক উঠাইয়া টিকিট খাওয়ার ডেটের ২৪ ঘন্টার মধ্যের তারিখে গ্যারেজ থিকা রিসিট নিয়া নট-গিলটি কইরা আপিল করতে।
পরিচিত গ্যারেজ। গাড়ি নিয়া যাইতে এটা-সেটা টেস্ট কইরা কইল গাড়ির কন্ডিশন খুবই খারাপ। ওয়াইপার ঘুরে না–মটর নষ্ট। ট্রান্সমিশন লিক হইছে, ফলে ট্রান্সমিশন ওয়েল পড়ে গিয়ে স্টিয়ারিং শক্ত হয়ে যাচ্ছে। আরো খুটিনাটি কিছু সমস্যা–সব মিলিয়ে এসব ঠিক করাতে যা খরচ, গাড়ি কিনছি তার থিকা কম দামে!
হুজুররে কইছি গাড়ি ঠিক কইরা দিতে। নাইলে ঠিক করছি দোকানে বইসা যখন ঝিমায়, তখন ওর দাড়ি কাইটা দিমু। (অন্য একটা কাজ পাইলে এইডা ঠিকই করুম।)

৭. নতুন বছরের নতুন থিম–বিছানায় শুয়ে পাড়মু ডিম।
উহু, আসলে হইছে কি, বছর খানেক আগেও শরীরে ফ্যাট ছিল ১২%। ৮% হইলে নাকি সিক্সপ্যাক দেখা যায়, কিন্তু এই হুদাই শুইয়া-বইসা ফেসবুকিং কইরা কইরা এখন ফ্যাট দেখলাম মাসাল্লা ১৮.২%এর কাছাকাছি হইছে। তাই আপাতত ফ্যাট ঝরাইয়া আবার ১২%-এ যাইতে চাই। আর আমেরিকার তুলনায় ওজনও কম মনে হইল কিছু। তা ওজনও কয়েক কেজি বাড়াইতে চাই। তার লাইগা জিমে যাওয়া শুরু করছি। তুলনামূলক ভাবে সস্তাই মনে হলো, মাসে মাত্র ১০ টাকা। পোলাপানে কইলো, ভালো ভালো খাওয়ার পাশাপাশি রেস্ট নিতে হবে প্রচুর, মানে ঘুমাইতে হবে। (এখানেই আসল সমস্যা–খাওয়ার খরচ জোগাইতে গেলে ঘুমের সময় হয় না, ঘুমের সময় বের করতে গেলে খাওয়ার খরচ জোগানোর মত টাকা থাকে না। কেউ স্পন্সর করবেন নাকি? )

৮. দেশে শুনলাম আবার কিসব গণতন্ত্র আহত নিহত উদ্ধার আন্দোলনের ক্যাচাল চলতেছে। আসলে হইছে কি, একটা কথা আছে না–সুখে থাকলে জ্বিনে কিলায়? দেশের বাল-আবালেদেরও আবার জ্বিনে ধরছে। ধরবেই না বা কেন বলেন! ৯৭% মুসলমানের দেশে আল্যাতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হইতে পারল না, আর বাল-আবাল-ভোদাই জনগণ কিনা গণতন্ত্রের পিছে দৌড়ায়! আল্যায় এমুন অপুমান কি সহ্য করতে পারে! দিছে এইবার জ্বিন লেলাইয়া!

৯. আমারেও মনে হয় জ্বিনে ধরছে। নাইলে বুরখাওয়ালী থাকতেও হুদাই এত্তগুলা ক্রাস খাই!

১০. আর কী কমু ক্রাস খাইয়া খাইয়া সব ভুইলা গেছি! ওহ, আইডি অফ থাকলেও দাঁড়িপাল্লা ধমাধম পেজ কিন্তু ঠিকই চলে,  ইতিমধ্যে ৫০০০+… সবাইরে ধইন্যা। এই ব্যক্তিগত আইডি খাওয়া না খাওয়া নিয়া আর বেশি চিন্তাই না। পেজের চুতরাপাতা দেশের আনাচে-কানাজে পৌঁছে দেয়ার সিস্টেম পাইয়া গেছি। ইহুদি-নাসারারা পেজ স্পন্সর কইরা দিতাছে।

Category: চুতরাপাতা
Previous Post:মধ্যরাতের ভিডিও – ০৬
Next Post:গরুপূজারি গাধাগুলো – ১০৩

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top