• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

চাপাতিতে ধার দেয়ার আগে দেখে নিন নিজের ইসলামটাও ছহিহ কিনা

You are here: Home / পাল্লাব্লগ / চাপাতিতে ধার দেয়ার আগে দেখে নিন নিজের ইসলামটাও ছহিহ কিনা
April 2, 2015

ব্লগার হত্যায় আনসারুল্লাহ বাংলা টিম আর জেএমবির মত জঙ্গী সংগঠনগুলোর নাম উঠে আসছে। আপনারা কি মনে করেন এই জঙ্গীরা এত বিশাল সংগঠন গড়ে তুলছে সদ্য সৃষ্টি হওয়া শুধু কিছু নাস্তিক ব্লগারকে হত্যা করার জন্য? আপনারা কি ভুলে গেছেন এরা এখন নিষিদ্ধ হলেও নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এদের কর্মকাণ্ডের কথা? দলের নাম নিষিদ্ধ হয়েছে, কিন্তু সদস্যদের তো নিষিদ্ধ করা যায় নি। তলে তলে এরা যে কোনো নামেই হোক, সেই আগের মতই ভয়ংকর রয়ে গেছে। তারই কিছু নমুনা দিতে হঠাত করে নাস্তিক হত্যা করতে নেমেছে। চাপাতির ধার পরীক্ষা করছে, কারণ নাস্তিকরা সহজ টার্গেট।

নাস্তিকতা এদের কাছে আপাতত একটা অজুহাত মাত্র। এরা এভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাপোর্ট আদায় করে নিচ্ছে। কিন্তু এদের লক্ষ্য যে অনেক বড়, সেটা এই নাস্তিক হত্যায় সাপোর্টকারীরা ভুলে যাচ্ছেন। এরা সারাদেশে ইসলাম কায়েম করতে চায়।

সেই ইসলাম কেমনতরো ইসলাম? তার আগে বলেন তো “ছহিহ ইসলাম” কী এবং এটা কোথায় পাওয়া যায়? দুনিয়ার কোথাও ছহিহ ইসলাম পাবেন না। আইসিস তাদের মত ছহিহ ইসলাম প্রচার করছে। আপনারাই বলছেন সেটা ছহিহ নয়। জামাত-শিবির তাদের মত করে ইসলাম চায়। সেটাকেও আপনারা বলবেন ছহিহ নয়। এভাবে সৌদির ইসলাম, পাকিস্তানের ইসলাম…কোনো ইসলামই ছহিহ নয়। আপনার কাছে ছহিহ শুধু আপনি যেটা পালন করেন, সেটা। এখানে আবার খেয়াল করেন, আনসারুল্লাহ বাংলা টিম আর জেএমবির মতে আপনার পালন করা ইসলামও ছহিহ নয়। তাদের কাছে ছহিহ শুধু তারা যেটা বলবে সেটা।

এখন এদের হাত শক্ত করছেন, এদের চাপাতিতে ধার দিচ্ছেন। একদিন সেই চাপাতি যে আপনার গলাতে কোপ বসাবে না, সেই গ্যারাণ্টি আপনি নিজেও দিতে পারবেন না, কেননা আপনিও তলে তলে জানেন আপনি নিজেও ছহিহ ইসলাম ১০০% পালন করেন না।

তাই বলব, নাস্তিকরা লেখালেখি করে, তাদের লেখালেখির উত্তর লেখালেখির মাধ্যমে দিন। আপনার লেখালেখিতে আপনার আদর্শ অন্যদের কাছে পছন্দ হলে তারা আপনার পথে আসবে। কিন্তু চাপাতিতে ধার দিয়ে হয়তো আপাতত কিছু নাস্তিক হত্যা করতে পারবেন, কিন্তু নাস্তিকদের আদর্শকে হত্যা করতে পারবেন না, হাজার হাজার বছর ধরেও কেউ পারেনি। চাপাতিতে উৎসাহ দিলে সেই চাপাতি আপনার গলায়ও একদিন ফিরে আসবে, কারণ চাপাতির কাছে আপনার ইসলামও ছহিহ নয়।

===========

আজ নাস্তিক হত্যায় হাততালি দিচ্ছেন, কারণ নাস্তিকরা মুসলিম নয়।
কাল হিন্দু হত্যায় হাততালি দিবেন, কারণ হিন্দুরা মুসলিম নয়।…
পরশু শিয়া হত্যায় হাততালি দিবেন, কারণ তারা ছহিহ মুসলিম নয়।…
এভাবে…
একদিন…
আনসারুল্লাহ বাংলা টিম আর জেএমবির মত জঙ্গীরা আপনাকে হত্যা করবে, তখন নবীজি বেহেস্তের শ্রেষ্ঠতম প্রসংশিত স্থানে বলে হাততালি দিবে, কারণ তাদের মতে আপনি ছহিহ মুসলিম নন…

Category: পাল্লাব্লগTag: ইসলাম, নাস্তিক
Previous Post:তোমাদের ঘৃণা করতেও ঘৃণা হয় আমার
Next Post:সব মুখোশ খুলে যাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top