• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

হুমায়ুন আজাদ পুত্র অনন্য আজাদ বলছেন হুমায়ূন আহমেদ সম্পর্কে (আসিফ মহিউদ্দীনের ফেসবুক স্ট্যাটাসে)

You are here: Home / চুতরাপাতা / হুমায়ুন আজাদ পুত্র অনন্য আজাদ বলছেন হুমায়ূন আহমেদ সম্পর্কে (আসিফ মহিউদ্দীনের ফেসবুক স্ট্যাটাসে)
February 3, 2012

আমার জন্মের পর থেকে দেখলাম প্রথমে আজিমপুরের বাসায় কখনো ফুলার রোডের বাসায় দিনের পর দিন রাতের পর রাত মদ্যপান করে মাতাল হয়ে চিৎকার করে উন্মাদের মত কথা বলতেন, কখনো প্রয়াত কবি শামসুর রাহমানের সাথে অহেতুক তর্ক-বিতর্ক, ঝগড়া বিবাদ লাগিয়ে ঝিমিয়ে পরতেন। গুলতাকিন অ্যান্টির মত সৎ একটি মানুষের সাথে সংসার করার পরও অজস্র নারীর সাথে তার সম্পর্ক ছিল এবং ব্যর্থ লেখক ইমদাদুল হক এই ব্যাপারে ছাগু হুমায়ূন আহমেদকে সমর্থন করতেন। ইমদাদুল হকের সাথে তার ভালই জমত এইকারনেই যে মানুষিক হুমায়ূন আহমেদ যা বলতেন তাতেই তিনি “হ্যাঁ ভাই” বলে উত্তর দিতেন। হুমায়ূন আহমেদ কিছু বছর ধরে নিজেকে আস্তিক প্রমাণ করার জন্যে কখনো হুমায়ুন আজাদকে নিয়ে কখনো শামসুর রাহমানকে নিয়ে কখনো শাহরিয়ার কবিরকে নিয়ে, কিছুদিন আগে শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে হাস্যকর কথা বলেছেন। যদিও একটি বিষয় লক্ষণীয়, শামসুর রাহমান মৃত্যুর আগে বলে গিয়েছেন তিনি আস্তিক, কেন তিনি এই কথাটি বলেছিলেন তা আমার জানা সম্ভব হয়নি যদিও আমি তাঁকে প্রশ্ন করেছিলাম, তিনি উত্তর দেননি। হুমায়ূন আহমেদ ব্যবসা ভালই বুঝেন এই কারণেই তিনি নিজেকে আল্লাহ্‌র বান্দা প্রমাণ করার জন্যে ব্যতিব্যস্ত। হুমায়ুন আজাদ বলেছিলেন, হুমায়ূন আহমেদ সস্তা জনপ্রিয়তা অর্জনে অনন্য এবং আহমেদ এই কথাটি স্বীকার করেছিলেন।
ক্যান্সারে এখন হুমায়ূন আহমেদ আক্রান্ত। ২/১ মাস ধরে তিনি পেপারে তার সস্তা মাল বিলিয়ে যাচ্ছেন। তার মতে, তিনি যা-ই পাঠকদের খাওয়াতে চাবেন তা-ই খাবে এবং খারাপ লাগলেও সত্য হল, আমাদের এই বয়সের তরুণ-তরুণীরা সেই মল খেতেও প্রস্তুত। আমরা বাঙ্গালিরা মাথা খাটাতে পছন্দ করি না। যারা খাটাতে চায় তাদের আমরা উপহাস করি।
কিছু কিছু মানুষের মতে, মাথা থাকলেই তিনি মানুষ।
তাদের উদ্দেশ্যে একটি ছোট প্রবাদ- হুমায়ূন আহমেদের বই পড়ার জন্যে শুধু মাথার প্রয়োজন হয় তবে মগজ না থাকলেও চলে।
আসিফ মহিউদ্দীন, আপনাকে ধন্যবাদ, সুন্দর একটি লেখা প্রকাশ করার জন্যে।

Ananya Azad
Monday at 10:32am
http://www.facebook.com/atheist.asif/posts/304251152955653

Category: চুতরাপাতাTag: অনন্য আজাদ, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ
Previous Post:হুমায়ূন আহমেদকে অভিজিৎ রায়ের একগুচ্ছ চুতরাপাতা
Next Post:ধর্মে গরু আর শুকর খাওয়া + আরো কিছু ধর্মীয় বিধান নিয়ে ফেসবুকের বেয়াদব পেজের কিছু “বেয়াদবি”

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top