• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

শয়তান তাড়ানোর ফন্দি-ফিকির

You are here: Home / চুতরাপাতা / শয়তান তাড়ানোর ফন্দি-ফিকির
September 29, 2014

বাংলাদেশে হিন্দুদের শনি পূজা দেখছেন? কোনোদিন মূর্তি দেখি নাই, উইকিতে দেখলাম। নারায়ণ পূজায় যেমন যেমন একটা পাথর যেটারে তারে শালগ্রাম শিলা বলে, সেই পাথরটারে সাজাইয়া পূজা করে। এই শনি পূজাটাও মনে হয় সেইরকম ভাবে হয়, ঠিক খেয়াল নেই। আর পূজাটা হয় ঘরের বাইরে। শনি পূজা করা হয় শনি তাড়াইতে। মানে কেউ কারো ভাগ্য যদি খারাপের দিকে যায়, একের পর এক অঘটন ঘটতে থাকে, খুব সম্ভবত তখনই শনি তাড়াইতে শনি পূজা করা হয়। পূজার কোনো কিছু ঘরে নেয়া যায় না, এমনকি এর প্রসাদও না। আর প্রসাদ হয় সিন্নির মত দেখতে একটা জিনিস–দুধ, চালের গুড়া, কলা, গুড় ইত্যাদি গুলিয়ে তরল একটা খাবার। সাথে কিছু ফলটলও থাকে। (নারায়ণ পূজার সাথে গুলিয়ে ফেলছি না তো?)

তো এই শনি হইলো সূর্যের পুত্র আর যমরাজের বড়ভাই। এই শনি কারো পিছে লাগলে নাকি তার জীবন তামাতামা বানাইয়া ফেলায়। অনেকটা শয়তানের মত। তাই কিছু সিম্বলরে শনি মনে কইরা পূজা কইরা শনিরে সন্তুষ্ট কইরা তাড়াইতে হয়। আবার পূজার জিনিসপত্র কিছু ঘরেও নেয়া যায় ভয়ে, যদি আবার তার সাথে শনিও ঘরে ঢুকে পড়ে। (ছোটবেলায় দেখা শোনা থিকা কইলাম, তথ্যে ভুল থাকলে কেউ ধরাইয়া দিয়েন।)

ইসলাম ধর্মে যেমন শয়তান, হিন্দুগো তেমনি শনি। পৌত্তলিকদের দেবতাদের আদলেই যে ইসলামে ফেরেস্তাদের আমদানি, সেইটা আর নতুন কইরা বলার কিছু নাই। ইসলামেও এই শনি অর্থাৎ শয়তানরে তাড়ানোর নানা ফন্দি-ফিকির আছে, সিস্টেমটা খালি একটু ভিন্ন–হজ্বের সময় বিশাল খাম্বারে শয়তান মনে কইরা তারে পাথর ছুইড়া মারা হয়। একই ব্যাপার–শুধু কেউ মাইরা তাড়াইতে চায়, কেউ পূজা কইরা সন্তুষ্ট কইরা–এইটাই পার্থক্য।

এইবার একটা ব্যক্তিগত প্রশ্ন। উহু, উত্তর দিতে হবে না, নিজেই মনে মনে ভাবেন– যদি কোনো পাগল বা বা ভিক্ষুক আপনার পিছে লাগে, তখন তারে তাড়াইতে মাইর লাগান নাকি দুই-চারটা টাকা বা কিছু খাবার হাতে ধরাইয়া দিয়া বিদায় করেন?

Category: চুতরাপাতা
Previous Post:নবীজির ভাওতাবাজি
Next Post:ক্বাবা: ইছলামী পূজামণ্ডপ – ০২

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top