পুরুষেরা নারীদের যৌন-নির্যাতন করবে, রেপ করবে, তারপর তাদের পোশাক-চালচলনের দোষ দিবে। দোষটা কি আসলেই পোশাকের, নাকি পুরুষের মন-মানসিকতার?
২. শালীন-অশালীনের সংজ্ঞা কী? শালীন-অশালীন পোশাকের সংজ্ঞা কী? শালীন-অশালীন পোশাকের মাপকাঠি কী?
৩. যৌন-নির্যাতন/ধর্ষণের জন্য পোশাক দায়ী হলে নিকট আত্মীয়দের হাতে মেয়েরা ধর্ষণের শিকার হয় কিভাবে? এমনকি নিজের ঘরে নিজের বাপ-ভাইদের হাতেই বা কিভাবে ধর্ষিতা হয়?
৪. পোশাক দায়ী হলে শিশু/বাচ্চা মেয়েরা কেন যৌন-নির্যাতন/ধর্ষণের শিকার হচ্ছে?
৫. পোশাক দায়ী হলে শিশু/বাচ্চা ছেলেরাই বা কেন যৌন-নির্যাতনের শিকার হচ্ছে?
৬. প্রায়ই শোনা যায় মাদ্রাসার হুজুররা মাদ্রাসার বাচ্চা ছাত্র-ছাত্রীদের উপর যৌন-নির্যাতন চালাচ্ছে। মাদ্রাসায় তো মেয়েরা বুরখা-হিজাব পরেই যায়, তাহলে তারা কেন যৌন-নির্যাতনের শিকার হচ্ছে?
৭. ইণ্টারনেট খুঁজলে অসংখ্য প্রমাণ হাজির করা যাবে যে বোরখা-হিজাব পরিহিতা মেয়েরাও যৌন-নির্যাতনের শিকার হচ্ছে। মিশরে প্রকাশ্যে বোরখাপরা মেয়ে রেপ হওয়ার ভিডিও পর্যন্ত আছে।
৮. যে যেমনই পোশাক পরুক, অনুমতি ব্যতিত কারো গায়ে হাত দেয়ার অধিকার কি আমাদের আছে? কে দিলো এই অধিকার?
৯. খাবার উদলা রাখলেই কি শুধু তাতে মাছি বসে? খাবার উদলা না রাখলেও কি বসে না? আর এই কথা বলে আমরা মেয়েদেরকে খাবারের বস্তু আর পুরুষদেরকে মাছির সাথে তুলনা করে কাকে সম্মান করছি?
১০. দোকানে খাবার সাজিয়ে রাখা হয়। আমরা কি তার উপর ঝাপিয়ে পড়ার অধিকার রাখি? কারো হাতে টাকা-পয়সা দেখলেই কি আমরা তা লুঠে নেয়ার অধিকার রাখি?
১১. হাসিনা-খালেদা-রওশন-শিরিন–কেউ তো বোরখা পরেন না। তাদেরকে রেপ করার চিন্তা কে কে করেন?
১২. ধরলাম মুসলমানরা সবাই বোরখা পরল, কিন্তু অন্য ধর্মাবলম্বীরা যদি তাদের ধর্ম/সংস্কৃতি অনুসারে পোশাক পরে রাস্তায় বের হয়, তখন মুসলমানরা কি তাদেরকে বোরখা না পরার অজুহাতে রেপ করবে?
১৩. আরবে, এমনকি আমাদের দেশেও গরু-ছাগল-ভেড়া-গাধা টাইপের প্রাণীও মানুষের যৌন-নির্যাতনের শিকার হচ্ছে। যারা যৌন-নির্যাতনের জন্য পোশাককে দায়ী করেন, তারা কি মানুষের মেণ্টালিটি পরিবর্তন না করতে বলে এইসব প্রাণীদেরকেও বোরখা পরাতে চান?
১৪. সর্বশেষ খবর হলো, ওমরা শেষে বাড়ি ফেরার পথে দুইজন ইরানি ছেলে সৌদিআরবের এয়ারপোর্টে যৌন-নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিবাদস্বরূপ ইরান ওমরার সমস্ত ফ্লাইট ক্যানসেন করে দিয়েছে। এই দুই ছেলের পোশাকে কী কী দোষ ছিল, কেউ বলতে পারবেন?
১৫. শালীন পোশাক নিয়ে ডাক্তার আইজুর এরকম একটা কথা খুব মনে ধরেছিল–নারীরা যে পোশাক পরলে পুরুষের ঈমানদণ্ড উত্থিত হবে না, সেটাকেই বলে শালীন পোশাক।
তবে এই শালীনতারও কোনো মানদণ্ড নেই। একজনের কাছে যা শালীন, অন্য আরেকজনের কাছে তা নাও শালীন হতে পারে। এক্ষেত্রে অন্যজন এই অশালীনতার দোহাই দিয়ে রেপ করতে পারে। তখন অন্যরা কি সেটাকে জায়জ বলে মেনে নিবেন?
RBS
Apnake oshesh dhonnobad ey lekhatir jonno.