“আমরা আমাদের ভোটার আইডি কার্ডের ছবি দেখলে ভয় পাই” নামের ফেসবুক পেইজ থেকে।
প্রশ্ন: কিরে বার্মাতে নাকি আবার মসজিদ জ্বালায়া দিছে?
উত্তর: দিছে মানে… সব এক্কেরে পুড়ায়া ছারখার কইরা দিছে।
প্রশ্ন: কবে হইছে এই ঘটনা?
উত্তর: আইজকার ঘটনা এইটা।
প্রশ্ন: কই থিকা এই খবর পাইলি?
উত্তর: কই থিকা আবার… সবচেয়ে নির্ভরযোগ্য নিউজ “ইরান বাংলা রেডিও” আইজকাই এই খবর দিছে
প্রশ্ন: এখন মুসলমানদের কী করা উচিত?
উত্তর: কী করুম আবার… কক্সবাজার এরিয়ায় ওইদিন বৌদ্ধগো মন্দির পুড়াইছি, এখন ধইরা ধইরা আস্ত বৌদ্ধ পুড়ায়া ফালামু।
প্রশ্ন: আমি গুগলে খুঁইজা দেখলাম, মসজিদের যেই ছবিটা ইরান রেডিও দিছে, ওইটা তো গত জুন মাস থিকা ইন্টারনেটে ঘুরতাছে।
উত্তর: আরে ধুর… গুগল কি মসজিদ ইরান রেডিওত্তে বেশি চিনে? ইরান রেডিও যা কয়, ঐটাই সত্য। বাকি সব মিথ্যা।
প্রশ্ন: তাইলে এই ছবি জুন মাসে কেমনে পোস্ট হইলো?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: এই ছবি আর নিউজ বাংলায় দিয়া ইরান রেডিও আসলে কী চাইতাছে?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: ইরান বাংলা রেডিওতে কারা সার্ভ করতাছে, জানি না মনে করছস?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন ইরান বাংলা রেডিও কি এই দেশে দাঙ্গা লাগাইতে চায়?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: এই দেশে দাঙ্গা লাগাইলে ফলাফলটা কী হইতে পারে, একবার ভাবছোস?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: তোর দোকানের একটাই প্রোডাক্ট তুই কয়জনের কাছে কতবার বিক্রি করতে পারবি?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: বাংলাদেশের মানুষগুলারে কি তোর খুব বেকুব বইলা মনে হয় যে, যেমনে নাচাইবি ওমনেই নাচবো?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: নিজেরে মুসলমান হিসেবে খুব গর্ববোধ করস, তাই না? তুই মুসলমানের ঘরে জন্মাইছস… এই জন্মের মইধ্যে তোর কৃতিত্ব কোন জায়গায়?
উত্তর: (নিশ্চুপ)
প্রশ্ন: তুই তো হিন্দু বা বৌদ্ধ ঘরেও জন্ম নিতে পারতি… বাই চান্স… যেহেতু সব ধর্মের জন্মই আল্লাহ নির্ধারণ করে… তখন তুই কী করতি? মুসলমান সব মারতে চাইতি?
উত্তর: (নিশ্চুপ)
তোর মুসলমান হিসেবে জন্ম নেয়ার মইধ্যে তোর বিন্দুমাত্র কৃতিত্ব নাই… ওই কৃতিত্ব তোর মা-বাপের আর আল্লাহর।
আরে বেটা, মুসলমান পরে হইস আগে মানুষ হয়া দেখা।
বিঃদ্রঃ উপরের কথোপকথন টি কাল্পনিক কিন্তু উত্তরদাতা কাল্পনিক নয়… এই রকম উত্তরদাতা আসলেই আছে। শুধু তফাত হইলো উপরের উত্তরদাতার মতো একটা সময়ে তারা নিশ্চুপ হয় না… ত্যানা প্যাঁচাইতেই থাকে।
কৃতজ্ঞতায়: Russell Rahman
Leave a Reply