ইসরাইলের বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪ জন। এদের ৩৮ জন সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে আবার ১০ জনই শিশু। ওদিকে বিমান হামলার পালটা জবাবে হামাস তেল আবিবে শান্তি মত চালাচ্ছে রকেট হামলা।
এখন মুই কিতা করতাম! ইসরাইল আর ইহুদিগো কিছু গালি দিতাম? দিতে পারতাম। তাতে কী হইত? ইসরাইলের কিছু হইত না, কিন্তু মমিনরা ভুল কইরা কিছু লাইক বেশি দিয়া যাইত। আর তাতে শেষ পর্যন্ত “ইসলাম শান্তির ধর্ম”–সেইটা প্রমাণ হইত? আচ্ছা তাইলে দেই কিছু গালি–ওহে মুসলমানের বড় ভাই চুদির ভাই ইহুদি, তুমরা লাঞ্ছিত বানর হয়ে যাও, আর তুমাদের ইসরাইল দেশটা হইয়া যাক কদলী বন!
(বিঃদ্রঃ গালিটা আল্যার কাছ থিকা ধার করলাম। আল্যার গালিতে বিবর্তনের ধারা উলটাইয়া যায় নাই, তবে আশা করছি পাল্লার গালিতে আর কিছু হোক বা না হোক, ফরমালিন ছাড়া কদলীর উৎপাদন বাড়িবে।)
২. তো উপরোক্ত ঘটনার প্রেক্ষাপটে মমিনরা প্রচুর স্ট্যাটাস নাজিল করতেছে, তাগো আক্ষেপ সবাই বিশ্বকাপ ফুটবল নিয়া ব্যস্ত, নেইমার আর ডি মারিয়ার সুস্থতা কামনা কইরা সবাই পানি-পড়া তেল-পড়ার ব্যবস্থা করতেছে, অথচ গাজায় “নিহতদের” সুস্থতা কামনা কইরা কেউ একটু গোবর পড়াও দিলো না! এইসব স্ট্যাটাস নাজিল করা মমিনগো যদি আবার মনে করাইয়া দেন যে যখন জঙ্গীরা মুসলমান হওয়ার পরেও মুসলমানদের হত্যা করতেছে, মসজিদ গুড়াইয়া দিতেছে, কাবা উড়াইয়া দেয়ার হুমকি দিতেছে, তখন তারা কিছু কয় না কেন, তাগো ধর্মানুভূতিতে আঘাত লাগে না কেন–মমিনগণ তখন নিরব কবি!
৩. ইহুদি আর খ্রিষ্টানগো সাথে মুসলমানদের এই ক্যাচালের সূত্রপাত আসলে কেন কিভাবে কবে থিকা কী নিয়া, কোনো মমিন একটু ইতিহাসের আলোকে ব্যাখ্যা করিতে ফারিবেন?
৪. আরেকটা সম্পূরক প্রশ্ন- মমিনরা তো প্রায়ই বেদ-পুরাণরে সত্য ঘোষণা দিয়া সেখান থিকা শ্লোক-রেফারেন্স টাইনা ইসলাম আর নবীর সত্যতা প্রমাণের চেষ্টা চালায়, তাইলে আবার সেই হিন্দু ধর্মের সাথেইবা ইসলাম ধর্মের ক্যাচাল কুন আয়াত নাজিলের পর থিকা?
৫. মডারেট বালছাল সুশিল মমিনগণ বলে, সব ধর্মই শান্তির কথা কয়। কোনো ধর্মই নাকি অশান্তির কথা বলে না, হেন তেন তাল বেল বাল ফেল…
আচ্ছা, ইহুদি ধর্ম খ্রিষ্টান ধর্ম ইসলাম ধর্ম–ইব্রাধোনের তিনটি ছেলে, কাউরে কেউ না স্বীকার করে, জন্ম থিকাই জ্বলছে মরে, বুনরে নিয়া হাবিল-কাবিল… মানে কইতে চাইতেছি যে এই যে তিনটা ধর্ম–তাদের শুরুটা হইছে এক জায়গা থিকা, জন্ম হইছে এক জায়গায়… তাদের জন্মের পর থিকা সেই জন্মস্থানে আজ পর্যন্ত কোনোদিন কেউ এক বিন্দু শান্তি পাইছেন? আর এই শান্তির মা’র বংশধরেরা দুনিয়ার যেখানে গেছে, সেখানে কাউরে এক বিন্দু শান্তিতে থাকতে দিছে?
মডারেট বালছাল সুশিল মমিনগণ এখানেও নিরব কবি!
Leave a Reply