কোনওকিছু না করেও কাউকে সাহায্য করবার ভানের নাম প্রার্থনা। স্বভাবতই প্রার্থনা মানেই ভুয়া। প্রার্থনায় কোনও বালটাও হয় না, সে কথা প্রার্থনাকারীও জানে।
আমার অচেনা এক স্ট্যান্ড-আপ কমেডিয়ান পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিওতে প্রার্থনাকারীদের এক হাত নিলেন। তাতে তিনি “We will keep you in our thoughts” বাক্যটিকেও তীব্র পরিহাস করেছেন। অবশদ্রষ্টব্য।
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/…-এর বদলে https://www.youtube.com/… ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
ভিডিও লিংক: http://youtu.be/feXnZZ2o5ys
Leave a Reply