হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
– সহীহ আল-ধর্মকারী
সারাক্ষণ আল্যাফাকের পিছে লাইগা থাকা শয়তান কিন্তু যথেষ্ট পরাক্রমশালী। আল্যাফাক কিন্তু অনেক সময়ই তার সাথে পাইরা ওঠে না। তবে নবীজি একবার সেই শয়তানের গলা টিপা ধরসিল। হারামজাদা শয়তান একদিন নবীজির নামাজের সময় ডিশটাপ দিতেসিল। অতিষ্ঠ নবীজি সেই সময় আল্যার হেল্প নিয়া শয়তানরে শ্বাসরোধ কইরা দিসিলো প্রায়। নবীজি একবার ভাবসিল, উম্মতগোরে দ্যাখানোর লাইগ্যা ইবলিশটারে মসজিদের পিলারের সাথে বাইন্ধা রাখবে সকাল পর্যন্ত। কিন্তু সেই সময় নবী সোলায়মানের একখান কথা নবীজির মনে পইড়া যাওয়ায় উম্মতগুলান শয়তানদর্শন থিকা বঞ্চিত হয়।
Narated By Abu Huraira : The Prophet once offered the prayer and said, “Satan came in front of me and tried to interrupt my prayer, but Allah gave me an upper hand on him and I choked him. No doubt, I thought of tying him to one of the pillars of the mosque till you get up in the morning and see him. Then I remembered the statement of Prophet Solomon, ‘My Lord ! Bestow on me a kingdom such as shall not belong to any other after me.’ Then Allah made him (Satan) return with his head down (humiliated).”
Leave a Reply