বিশু কর্মকার। কামারের পোলা। ভালো হিন্দুরা যাকে বলে অচ্ছ্যুত, নিচু জাত, শূদ্র, চণ্ডাল, চাড়াল…। মুসলমানরা বলত ‘নোমো’, মালু, মালাউন, মালাউনের বাচ্চা। ছোটবেলা কাজ ছিল হাপর টানা আর হাতুরি পেটানো। তারপর বড় হতে হতে চাপাতির অর্ডার নেয়া, চাপাতি বানানো। সেভাবে একদিন শিবিরের মামুনের সাথে পরিচয়।
ওদিকে মামুন… আব্দুল মামুন… শিবিরে রগকাটা… ব্লগে দাঁড়িপাল্লা… মুরগি পালা… ফেবুতে দাঁড়িপাল্লা ধমাধম… আমেরিকা… আঁতরের দোকানে কামলা… তারপর একদিন আবার জুকার বার্গের গুতায় ভার্চুয়ালে নিজের নামে প্রত্যাবর্তন…
বিশু কর্মকারের সাথে পাল্লার কানেকশনের কথা শিবিরের কেউ কেউ জানত। সেখান থেকে হয়তো ছাগুদের কাছে এই তথ্য ফাঁস হয়েছে। তারপর পাল্লার কোনো কোনো পোস্টের সূত্র ধরে তারা হয়তো ইঙ্গিত পেয়েছে যে ওগুলা বিশুর লেখা…বিশেষ করে হিন্দুধর্মের পোস্টগুলো। লেখাগুলো তার না হলেও সে ইনফো দিয়ে সহায়তা করত।
বিশু কর্মকার অনেক কাল আগে থেকেই আমেরিকা প্রবাসী। আমেরিকা আসার পরে একটা পোস্ট দিয়েছিলাম যে একজনের সাথে দেখা হয়েছে, গাড়ি করে নিউ ইয়র্ক সিটি ঘুরিয়ে দেখিয়েছে–সে-ই বিশু।
বউ-বাচ্চা-পরিবার ত্যাগ করে পোস্ট দিয়েছিলাম যে আলাদা বাসায় চলে আসছি। সেটা বিশুর বাসা। এলাকাটা নিরিবিলি। সিটি থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। একটা রুম ছেড়ে দিয়েছে পাল্লাকে। বাসার কাছাকাছি একটা কাজও খুঁজে দেবে বলছে।
কিছু দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে, দেশের খবর যত কম রাখা যায়, তত ভালো থাকা যায়। কথাটা আসলে বিশুর। অনেক ব্লগার-ফেসবুকার ইউরোপ-আমেরিকা যাওয়ার পরে একটা নিশ্চিত-নিরাপদ জীবন-যাত্রায় অভ্যস্ত হয়ে যায়, তখন দেশের কথা মাঝে মাঝে মনে পড়লেও দেশের সমস্যা নিয়ে আর বেশি ভাবে না। বিশুরও তাই হয়েছে। আবার লেখালেখি শুরু করতে বললাম। বলল অত সময় হবে না। তবে কথা দিয়েছে, ইনফো দিয়ে, টপিক দিয়ে সাহায্য করবে। তবে জোর করে পাল্লা পেজের এডমিন বানিয়ে দিয়েছি। বলছে সময় সুযোগ পেলে মাঝে মাঝে পোস্ট দেবে।
আজ তার কলেজ জীবনের দুইটি ডায়েরি আমার হাতে তুলে দিল। এমনিতেই তার সব কথা, গোপন কথা–প্রায় সবই আমার জানা। ডায়েরি দুইটি হাতে দিয়ে বলল, পড়ে দেখ, পুরানো দিনের অনেক টপিক, অনেক ইনফো এখানে পেয়ে যেতে পারিস।
তার মুখে শোনা কথার ভিত্তিতে দুইদিন আগের ‘রামকৃষ্ণ মিশনের ধর্মব্যবসা’ শিরোনামের লেখাটি পেজে আর ব্লগে দিয়েছিলাম। ডায়েরিটা আরেকটু আগে দিলে ওই লেখাটা আরো গুছিয়ে লেখা যেত।
ঠিক করেছি বিশুর ডায়েরি থেকে মাঝে কপি-পেস্ট পোস্ট দেব। সেই সাথে ওর সাথে পুরানো দিনের যেসব গল্প হয়, বা ওর জীবন (একেবারে বোরিং লাইফ নয়, কিছুটা বৈচিত্র আছে বৈকি) নিয়েও পোস্ট দেয়া যেতে পারে।
কথা হবে…
Leave a Reply