• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

আজাইরা প্রেমাণিতিক চিন্তা

You are here: Home / পাল্লাব্লগ / আজাইরা প্রেমাণিতিক চিন্তা
December 26, 2014

১। ধর্ম নিয়ে ত্যানা প্যাচানি কারে কয় জানতে চান? দ্রৌপদীর বস্ত্রহরণ দৃশ্যটার কথা মনে আছে? এবার দুঃশাসনের যায়গায় নাস্তিকদের, দ্রৌপদীর জায়গায় ধর্ম আর কানু হারামজাদার জায়গায় আস্তিকদের কল্পনা করুন।

২। মমিনদের কাঁদো কাঁদো গলায় খালি অভিযোগ—দুনিয়ার সব্বাই নাকি খালি ইসলামকে ত্যানার মত ব্যবহার করে। ভাগ্যিস বিজ্ঞানে কি সব প্যাড আবিষ্কার করছে, নইলে এতদিনে ইসলামের কী যে হত!

৩। হিন্দু ধর্ম থেকে আসা চরম নাস্তিকদেরও দেখি ধর্মীয় অনুষ্ঠানকে “উৎসব” বলে চালিয়ে নিতে। পূজার প্রসাদ আবার কপালে ঠেকিয়ে খায়। (পঞ্চগব্য নিয়ে আরেকটা চুলকানি এখন সময়ের দাবী!)

৪। সারা বছর বিধর্মীদের কচুকাটা করে আবার বিধর্মী উৎসবের সময় ‘ধর্ম যার যার, উৎসব সবার’ বলে তাদের উৎসবে ভাগ বসানোর মত নির্লজ্জতা একমাত্র মমিনদের পক্ষেই সম্ভব!

৫। অনেক হিন্দুকেই জোর গলায় বলতে শোনা যায় তারা এখন আর জাত-পাত ধর্ম-বর্ণ মানে না। ওদিকে বিয়ের সময় কুষ্ঠি মিলিয়ে বিয়ে করে।

৬। রাশি জিনিসটা নাকি কুসংস্কার। ওদিকে আবার অনেক নাস্তিকরাও কিনা পত্রপত্রিকার রাশিফল কলামের ভক্ত!

৭। কোন রাশির সাথে কোন রাশির কতখানি মিলবে, তা নিয়ে চারটে ভাগ আছে—উত্তম মিলন, মধ্যম মিলন, অধম মিলন। আর সোনায় সোহাগা হলে সেই মিলনরে বলে রাজযোটক।

৮। রাশি জিনিসটা যে কুসংস্কার, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কুষ্ঠি মিলিয়ে বিয়ে করা কয়েকজনরে চিনি। পুরাই জগাখিচুরি অবস্থা। ম্যাচিংগুলো বাইরে থেকে দেখলে যেমন বিদঘুটে লাগে, তেমনি ভিতরের খবরও সুখকর নয় বলেই কানাঘুষা শোনা যায়। এর চাইতে কামসূত্রে নরনারীর ম্যাচিং-এর যে সূত্রগুলো আছে, সেগুলো বরং অনেক যৌক্তিক।

এই রাজযোটকের প্রসঙ্গে বোনাস হিসাবে কিছু আজাইরা প্রেমাণিতিক চিন্তা
==============================================
মনে করি, দুজনের সম্পর্কে প্রত্যেকের ভালোবাসার মান ২৫ এবং সঙ্গমের মান ২৫। অর্থাত একজন ভালোবাসে = ২৫, আরেকজনও ভালোবাসে = ২৫। একজন সেএণ্ডক্সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করে = ২৫। আরেকজনও সঙ্গমে
পরিপূর্ণ তৃপ্তি লাভ করে = ২৫।

এবার সম্পর্কে কী কী ধরনের সিচুয়েশন হতে পারে, দেখা যাক–

কেস # ১) একজন ভালোবাসে, কিন্তু কেউই সঙ্গমে তৃপ্তি পায় না, অর্থাত ২৫ + ০ = ২৫।

কেস # ২) কেউ ভালোবাসে না, কিন্তু সঙ্গমে তৃপ্তি পায় শুধু একজনে, অর্থাত ০ + ২৫ = ২৫।

কেস # ৩) শুধু একজন ভালোবাসে, আরেকজন বাসে না, শুধু একজন সঙ্গমে তৃপ্তি পায়, আরেকজন পায় না–অর্থাত ২৫ + ০ + ২৫ + ০ = ৫০।

কেস # ৪) দুইজনেই ভালোবাসে, কিন্তু কেউই সঙ্গমে তৃপ্তি পায় না, অর্থাত ৫০ + ০ = ৫০।

কেস # ৫) কেউই ভালোবাসে না, কিন্তু সঙ্গমে তৃপ্তি পায় দুজনেই, অর্থাত ০ + ৫০ = ৫০।

কেস # ৬) দুইজনেই ভালোবাসে, কিন্তু সঙ্গমে তৃপ্তি পায় শুধু একজন, অর্থাত ৫০ + ২৫ = ৭৫।

কেস # ৭) শুধু একজনে ভালোবাসে, কিন্তু সঙ্গমে তৃপ্তি পায় দুইজনেই, অর্থাত ২৫ + ৫০ = ৭৫।

কেস # ৮) দুইজনেই ভালোবাসে, দুইজনেই সঙ্গমে তৃপ্তি পায়, অর্থাত ৫০ + ৫০ = ১০০।

রাজযোটক শব্দটি দিয়ে যা বুঝানো হয়, সেটি মনে হয় কেস # ৮-এর কাহিনী। তবে এরকম উদাহরণ জানা নেই। কেস # ৭-এর উদাহরণ হিসেবে রাধা-কৃষ্ণকে টানা যায়। প্রেমের বিয়ে না টেকার কারণটা কি # ৬? ৫ নাম্বারে “ফ্রেণ্ডস উইথ বেনেফিট” কিংবা “নো স্ট্রিং অ্যাটাচড”? ৪ নাম্বারটা দুঃখজনক। ৩ নাম্বারটা ভাইস ভার্সা…পুরাই গ্রে এরিয়া! ২ নাম্বারটা মনে হয় অধিকাংশ এরাঞ্জ ম্যারিজের অবস্থা। এক হাতে তালি বাজাতে গেলে যা হয়, সেটাই মনে হয় নাম্বার ১।

আরো কেস বা উদাহরণ থাকলে মতামত আশা করছি।

Category: পাল্লাব্লগ
Previous Post:ফাতেমা দেবীর ফতোয়া – ০২
Next Post:এক জোড়া কার্টুন

Reader Interactions

Comments

  1. ঙ্কেয়া শারমিন

    August 3, 2015 at 11:03 am

    আজাইরা তবে সুন্দর বিশ্লেষণ। অভিজ্ঞতা না থাকলে অনুধাবন করা কঠিন।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top