• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

সার্কাসলীগ এবং ইসলামিক সার্কাস

You are here: Home / চুতরাপাতা / সার্কাসলীগ এবং ইসলামিক সার্কাস
September 6, 2015

শুরু করছি শহীদ জাতির জনক গোপালগঞ্জের কৃতি সন্তান অবিভক্ত বাংলার অন্যতম রাজাকার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাংলাদেশী মুসলমান রহমাতুল্লাহে আলাইহির নামে।

২. রাষ্ট্রপতির প্রশাসনিক কর্মকর্তা, ষ্টুয়ার্ট, চোপদার, বাবুর্চি, গেষ্টেনার অপারেটর, ষ্টোরকিপার, দফতরি, সহকারি বাটলার, টেনিস মার্কার, পেন্ট্রিম্যান, স্কোয়াস মার্কার, খালাসি, ক্যাশ সরকার, অফিস সহায়ক; প্রধানমন্ত্রীর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, সহকারি প্রোগ্রামার, গাড়িচালক, সহকারি বাটলার, মালি, বাবুর্চি, পেন্ট্রিম্যান, ব্যক্তিগত নিরাপত্তা প্রহরি, গ্যানম্যান, লিফটম্যান থেকে শুরু করে এমপি, যুগ্মসচিব, সহকারি সচিব, ডাক্তার, আইনজীবি, পুলিশ, বিজিবি, সাংবাদিক ও সাংবাদিক নেতা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, মুফতি, মাওলানা, মাদ্রাসার খতিব, মসজিদের মোয়াজ্জিন, জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতা, চেয়ারম্যান, সাবেক কমিশনার, রোভার স্কাউটসহ রাষ্ট্রীয় খরচে সৌদি আরবে হজ্বের নামে পিকনিক করতে যাচ্ছে মোট ২৬৩ জন। এখান থেকে সৌদি আরবের আয় হবে প্রায় এক মিলিয়ন ডলারেরও বেশি। এই টাকা বাংলাদেশের প্রাইমজোকারের পশ্চাতদেশের পেছনে ব্যয় করা হবে কিনা–সাংবাদিকরা এক সৌদি প্রিন্সকে এই প্রশ্ন করলে সৌদি প্রিন্স মুচকি হেসে প্রশ্নটি এড়িয়ে যান।

৩. গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের আকবর টিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজার’ নামে পরিচিত এক কক্ষের একটি ঘরে গলা কেটে হত্যা করা হয় রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও খাদেম আবদুল। এর মাধ্যমে মাজার বিরোধী আইসিসের বাংলাদেশ ব্রাঞ্চ কোন মেসেজ দিতে চেয়েছে কিনা জানতে চেয়ে প্রাইমজোকারের কার্যালয়ে ফোন দিলে অফিস সহকারী জানান যে মাননীয় প্রাইমজোকার স্বীয় পশ্চাতদেশের পরিচর্চায় ব্যস্ত আছেন।

৪. হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর চুড়ান্ত পর্বের ছাত্র আল মাসুদ অলি। ইসলাম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মুসলমান। ইসলাম ধর্মের পক্ষে ফেসবুকে লেখালেখি করেন। কিন্তু উনার লেখালেখির সাথে একই বিশ্ববিদ্যালয়ের তাবলীগ জামাতের ছাত্রদের মতে মিলেনি। ফলাফলে তাবলীগ জামাতের ছাত্ররা মাসুদ অলিকে ধরে প্যাদানি দিয়েছে এবং সেই সাথে ৫৭ ধারায় মামলা…এ ব্যাপারে ধর্মমন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করলে জানা যায়–স্বয়ং মহাউন্মাদের আমলেই মুসলমানরা ৭২টির মত গ্রুপে বিভক্ত ছিল। বর্তমানে গ্রুপ আরো বেশি। গ্রুপে গ্রুপে পুন্দাপুন্দিই হলো ছহিহ ইসলাম। আর এই পুন্দাপুন্দিতে আরেকটু ঘি ঢালার নামই হলো ৫৭ ধারা। খেলা তো হপায় শুরু…

৫. উগ্র নাস্তিকেরা যখন কোরান-হাদিসের সহিংস-অমানবিক আয়াত-হাদিসগুলো পোস্ট করে, তখন অনেকরেই দেখা যায় তার বিরোধিতা করে বলতে–“ইসলাম শান্তির ধর্ম… ইসলামে কোনো সহিংসতা নেই…ভ্যা ভ্যা…”, কিন্তু আইসিস যখন তাদের যাবতীয় কর্মকাণ্ডের সাফাই গাইতে নাস্তিকদের দেয়া সেইসব আয়াত-হাদিসগুলোই রেফারেন্স হিসেবে দেয়, তখন এইসব ইসলাম-ডিফেণ্ডকারীরা কিছু বলে না কেন?

============

বোনাসঃ ভাবছিলাম আগের সেইরাম “সেইভগাঁজা” হ্যাশট্যাগ আন্দোলনের পরে এইবার একটা “সেইভসিরিয়া” হ্যাসট্যাগ আন্দোলন দেখতে পাব। কিন্তু কারো তেমন কোনো আগ্রহ দেখলাম না। কারণটা কি এই যে সেই সিরিয়ান বাচ্চাটা কুর্দি পরিবারের, নাকি সেইভসিরিয়া হ্যাশট্যাগটা পাল্লা শুরু কইরা দিছিল–তাই?

Category: চুতরাপাতাTag: ইসলাম ধর্ম
Previous Post:কৃষ্ণের চিতার আগুন
Next Post:মন্দির ভাঙার মৌসুম এলো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top