লিখেছেন কবীর উদ্দীন
২৮১.
একাকিত্ব আল্লার, আল্লা-আ-আ-আ-আ-আ-আ-র, বাসর রাতের পালঙ্ক। আরশ নামের সেই পালঙ্কে তিনি একাকী শুয়ে আছেন সারা জীবন।
২৮২.
আল্লাপাক খুবই গ্যানী। এই ঘটনা সত্য। কারণ আল্লা নিজ মুখে ঘটনা জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল তাঁর নিজ মুখে বলেছেন নবীজিকে। নবীজি নিজ কানে তা শুনেছেন এবং তিনি নিজ মুখে তার ছাহাবীদের বলেছেন এবং তাঁরাও তাদের নিজেদের কানে তা শুনেছেন এবং তাঁদের মধ্যে যাঁরা লিখতে পারতেন, তাঁরা এই মহাঘটনা নিজেদেরই হাতে লিখে গিয়েছেন, সেটাই হচ্ছে কোরান। বলুন, এই ঘটনা কি মিথ্যা হতে পারে?
২৮৩.
কিছু পাথর এমনও আছে যে, তা থেকে নদী-নালা প্রবাহিত হয় এবং কিছু এমন আছে যে, তা বিদীর্ণ হয় ও পরে তা থেকে পানি নির্গত হয়, আবার কিছু এমন আছে যা আল্লাহর ভয়ে খসে পড়ে। (কোরান ২:৭৪)
আল্লাহ এমন ভয়াবহ জীব যে, তার ভয়ে প্রাণহীন, চেতনাহীন পাথর পর্যন্ত খসে পড়ে!
২৮৪.
পৃথিবীর যত গ্যান আল্লাহ-রাছুল দু’জনার মনে।
২৮৫.
আল্লাহ একটি অনাহারী জীব। তিনি সারা জীবনে কিছুই খাননি। তিনি ‘হও’ বলে এত্ত খাবার সৃষ্টি করলেন নিজের সৃষ্টির জন্য, কিন্তু নিজে কিছুই খেলেন না। তিনি অনেক মহান। আসলে তিনি একটি অনাহারী মহান জীব।
Leave a Reply