হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
– সহীহ আল-ধর্মকারী
মোরগ ডাকার কারণ আপনার জানা আছে কি? বা আপনি কি বলতে পারেন, গাধা কখন ডাকে? জানেন না। অথচ ইছলামের মহাগ্যানী নবী দেড় হাজার বছর আগে এই রহস্য দুটোর সমাধান দিয়ে গেছে। জেনে রাখুন, মোরগ ডাকলে বুঝতে হবে, সে কোনও ফেরেশতাকে দেখে আল্লাহর আশীর্বাদ চাইছে। আর গাধার ডাক শুনলে নিশ্চিত জানবেন, সে শয়তানকে দেখে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে।
Narated By Abu Huraira:
The Prophet said, “When you hear the crowing of cocks, ask for Allah’s Blessings for (their crowing indicates that) they have seen an angel. And when you hear the braying of donkeys, seek Refuge with Allah from Satan for (their braying indicates) that they have seen a Satan.”
Leave a Reply