• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

কুদরতিক্রিয়া – ০১

You are here: Home / ধর্মকারী / কুদরতিক্রিয়া – ০১
February 5, 2017
লিখেছেন গরিব অল্ফ সিক্কিত মাদেসার হুজুর কুদরত আলি

১.
আজিয়া আসরের নামাচের ফরে বগলফুর বাজারে আনমুনে হাইটতে সিলাম। এমুন সুময় বাজারের কম্ফিটার-এর দুকান্দার রিদয় আমাক ডাকি উডে, ও কুদরত আলি হুজুর। আমি বইল্লাম জি। কয়, হুজুর এদিক একটু আসেন। আইসলাম, কিন্তু কেনু? কয়, হুজুর আফনের মাদেসার ফুলাফান আমার কম্ফিটার-এর বাকির টেকা দেয় না ফ্রায় তিন মাস হলু। আমি বইল্লাম, মাদেসার সাত্রদের আবার কম্ফিটার-এর দুকানে কিয়ের বাকি? কয় হুজুর আফনের সাত্ররা মেমুরি কাডে আমার কম্ফিটার তেকে ছহবত-এর বিডু নিসে বাকি, কিন্তু একন টেকা দেওনের নাম নাই। আমি ত অবাক! কম্ফিটারে আবার কিয়ের ছহবত? কয়, হুজুর আফনে এই সব বুইজবেন না, আফনে কালি আমার টেকা ড লিয়ে দেন। আমি কই, বিসয়ডা আমার বুজা দরকার, একটু দেকাইয়া বুজাও ত। এর ফর দুকান্দার রিদয় আমারে যা দিকাইল, তা দিকি আমি ত এক্কেবারে টাসকি কাই গেলাম। অরে কাফেরের দল করসে ডা কি রে? সি সি সি! আমার ত মুকে বইলতেই লইজ্জা লাইগতেসে, তারফরেও বলি ফেলি। আমি দেইকালাম কি, দলা দলা নাসারা যুবক-যুবতি নেংটা অই ফ্রাকাস্যে ছহবত কইত্তেসে।… নাউজুবেল্লা নাউজুবেল্লা! আমরা ত জানি, আমাগের দেসে বিবি-জামাইরা মিলি রাইতে বাত্তি নিবাই আন্দারে ছহবত করে। কিন্ত এই কাফেরের দল ত ফ্রকাস্যে কেমেরার সাইমনে লেংডা অই জিনা কইত্তেসে। আর আমি বুইজলাম, আমার সাত্ররা বুজি এইসব ছহবত-এর বিডু টেকা দি কিন্না নিয়া মুবাইলে দেকে! আর এই সব দেকি আত মারি মাদেসা নাফাক করে! নাউজুবেল্লা নাউজুবেল্লা! দারা, আজিয়া মাদেসায় যাই লই, তারফর গি তগর ফিডের সামরা তুইলতেসি…

২.
সরসতি দেবির নিজের বিদ্যার দউর কদ্দুর ফইয্যন্ত? হে তে কি এন্ট্রান্স ফাস কইচ্ছিল নি?

৩.
নাস্তেকরা এতু কাফের কেনু? হারাদিন কালি আমাগের নবিজির বিবাহিক জীবন লিয়ে সমালুসনা করে। কয়, নবিজি চুদ্দডা বিয়া কইচ্ছেন, নবিজি গনিমতের মাল হিসাবে নারিদের বুগ কইচ্ছেন, নবিজি দাসি লাগিয়েসেন। নবিজি নিকি সিসুদের সাতে ছহবত কইচ্ছেন! অরে নাস্তেক কাফের, নবিজি এতু এতু বিবাহ করাসেন ছহবত করার জইন্ন না। ছহবতের জইন্ন বিবাহ কইল্লে ত নবিজির শত শত সুন্তান তাইকত। এতু গুলি বিবাহ সিল সমাজের উফকার আর রাজনিতিক কারনে। কুন কুন গুত্রের সাতে আত্তিয়তা কইত্তে সাইলে নবিজি বিবাহ কইত্তেন। এর ফরেও কাফেররা কয়, নবিজি এত গুলা বিবিরে কাওন-দাওন কাফর-সুফর দিতেন কিবাবে? অরে নাস্তেক এর দল, নবিজির কি সমফত্তি সিল না? নবিজির বরো বিবি কাদিজার (রাঃ) রেকে যাওয়া সম্ফত্তি কি কম সিল? আর যুদ্দে লব্দ গনিমতের মাল কি কম সিল? (সুরা আনফাল, আয়াত ১)। অহে নাস্তেক, আমদের নবিজির বিবাহিত লাইপ লিয়া এত না বাবি নিজেদের আমল নামা লিয়ে বাব। কয় দিন ফর ফর দিকা যায়, এক নাস্তেক আরেক নাস্তেক এর আমল নামার স্কিন সট ফ্রকাস করি দেয়। নাস্তেকদের নিজেদের নইতিকতা যেকানে টিক নাই, সেকানে তরা অন্যের জীবনের নইতিকতা লই এত মাতা বেতা দেকাস কেনু?

Category: ধর্মকারীTag: মিতকথন
Previous Post:বিশ্বাসে সংশয়ের ফসল – দোয়া-মোনাজাত
Next Post:হা-হা-হাদিস – ১৮৪

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top