তোরা কেউ যাসনে ও আল্লার ঘরে।
ঢুকতে গেলে কুত্তাগুলো তেড়ে আসে।।
একটা ছাগলামি করে-
দূর হ তোর কাপড় ছেঁড়া, ময়লা গায়ে।
আবার প্যান্টে অনেক তালি মারা, নোংরা হবে।।
একটা বড় তালা মারা,
চারদিক পাঁচিল ঘেরা, লোহার গেটও আছে।
ঢুকলে পরে চোর বানাবে, বুঝবি শেষে।।
আল্লার ঘরটি এমন-
তাতে সব মার্বেল পাথর, এসি চলে।
বড়লোক বান্দা নিয়ে মৌজ মস্তি লীলা খেলে।।
================
কৃতজ্ঞতা: লালন ফকির
উৎসর্গ: Gallant Shuvo (তার একটা স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত…)
Leave a Reply