প্রমাণ ৫১.
নাস্তিকেরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলে আমি আহত বোধ করি। আল্লাহ না থাকলে আমি অমন অনুভব করতাম? করতাম না। এর থেকেই প্রমাণিত হয়, আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ৫২.
আল্লাহকে যে বিশ্বাস করে, সে তাকে অনুভব করতে পারে। আল্লাহ না থাকলে তাকে অনুভব করা যেতো? যেতো না। অতএব আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ৫৩.
আল্লাহর চেয়েও বড়ো ও শক্তিশালী কিছু থাকতে পারে? আপনার চেহারাতেই “না” উত্তর ফুটে উঠেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে, আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ৫৪.
আরব দেশগুলোয় তেল পাওয়া যায়। এটাই কি প্রমাণ করে না যে, আল্লাহর অস্তিত্ব আছে?
প্রমাণ ৫৫.
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আমার পরিচয়ের প্রধান অংশ। আমার পরিচয়কে কি আপনি অস্বীকার করতে পারেন? পারেন না। এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আল্লাহর অস্তিত্ব আছে।
(বিদেশী রচনার ছায়া অবলম্বনে)
Leave a Reply