• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

সময় থাকতে পিওর হন, সাপোর্ট দিবে শাহবাগী আর নাস্তিকগণ

You are here: Home / চুতরাপাতা / সময় থাকতে পিওর হন, সাপোর্ট দিবে শাহবাগী আর নাস্তিকগণ
July 8, 2013

লিখেছেন: কাফি রশিদ

সবকয়টা সিটিতে আওয়ামী লীগের পরাজয়ের পেছনে শাহবাগ আন্দোলন, চিনা বাদাম, রাশান ভদকা, অন্তরজালিক নাস্তিক ইত্যাদি ইত্যাদির প্রভাব নাই। আওয়ামী লীগের পরাজয়ের কারণ শুধুমাত্র তাদের উদাসীনতা আর নেতা-কর্মী-সমর্থকদের নিষ্ক্রিয়তা। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলারে মোকাবেলার দায় শুধুমাত্র এবং শুধুমাত্র আওয়ামী লীগের, শাহবাগ আন্দোলন, চিনা বাদাম, রাশান ভদকা অথবা নাস্তিকদের ঠেকা পড়েনাই আওয়ামী লীগরে সেফসাইডে রাখার অথবা এই দলটারে ক্ষমতায় নিয়া আসার। এরা আওয়ামী লীগের সহযোগী প্রতিষ্ঠান না। চার বছর পর ঘুম থেইকা উইঠা এদের দোষ দিয়া লাভ নাই। সময় থাকতে পিওর হন, সাপোর্ট দিবে শাহবাগী আর নাস্তিকগণ।

আওয়ামী লীগ অ্যামন একটা দল যার বিশাল জনসমর্থন এই দেশের জন্মের আগে থেইকাই আছে, অথচ এই দলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জাতীয় পার্টির মতোন কিংস পার্টিগুলার জন্ম ক্ষমতায় যাওয়ার পর, আর জামায়াতের শুরু হইছে একেবারে নেগেটিভ সাইড থেইকা। এইরকম অবস্থান থেইকা বিএনপির সাথে জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেছে, এইটা সম্ভব হইছে তাদের প্রচণ্ড শক্তিশালী কোর আর ব্রিলিয়ান্ট গ্রাসরুট লেভেলের জন্য। এদের রাজনৈতিক দিক সামলাইতে হইছে, অর্থনৈতিক দিকটা দেখতে হইছে, গণযোগাযোগ বাড়াইতে হইছে, এরা ইশকুল লেভেলেও সক্রিয়। অথচ আওয়ামী লীগের ইমেজটা রেডিমেড, এইটা বেইচা তারা অনায়াসে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারতো নেতাকর্মীদের সামান্য সক্রিয়তায়। বিরক্তিকর, হতাশাজনক, দুঃখজনক।

Category: চুতরাপাতাTag: আওয়ামী লীগ
Previous Post:বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীরা লীগের হাতে ধর্মীয়, বিএনপির হাতে রাজনৈতিক সহিংসতার শিকার
Next Post:শুধু চেয়েছি যুদ্ধাপরাধীমুক্ত একটা দেশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top