• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

আল্লামা শফির ওয়াজ

You are here: Home / চুতরাপাতা / আল্লামা শফির ওয়াজ
July 7, 2013

লিখেছেন: সাজেদুল ওয়াহিদ নিটোল

ফ্রেন্ডলিস্টের ডাক্তারদের জন্য উপহার! 🙂

আল্লামা শফি- ” ইস্কুল কলেজের মহিলা বাদে বিয়া করে না। বীজ হইতে আঙুর উৎপন্ন হয়। মেয়ে দেখার সময় জিজ্ঞাসা কর নাই, তোমার মেয়ে তিরিশ পারা কোরান পড়েছে নাকি, তোমার মেয়ে নামাজ পড়ে নাকি, ছয় কলেমা জানে নাকি। এগুলা জিজ্ঞাসা করে না। শুধু জিজ্ঞাসা করে, তোমার মেয়েছেলে কি পাশ? ডাক্তারি পাস না ডক্টরি পাস? এই পাস সেই পাস খুঁজতে খুঁজতে….. এই মেয়েছেলে, একটা দুইটা ছেলে হলেই, এমনিতো হয়ই না….. কোন মতে, পুরুষের বীর্য শেষ করে দিয়েছে, মেয়েছেলেরা বীর্য শেষ করে দিয়েছে….. স্কুলে কলেজে উলঙ্গ হয়ে পড়ালেখা করে, এরকম সব পুরুষ মহিলা আমাদের এখানে আসে। বলে হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাও…ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিস। আর ছেলে হবে কিভাবে! আমার কথা বুজেছ? নাকি বোঝো নাই? একেবারে শেষ করে ফেলেছে, ছেলে হয় না।

আর যদি এক-আধটা হয়, তাহলে আর হতে দেয় না! বার্থ কন্ট্রোল করে! জন্ম নিয়ন্ত্রণ করবে! ছেলে হওয়াচ্ছে না তা না, আসলে হচ্ছে না! দুইজনের বীর্য নষ্ট হয়ে গেছে। একটা মেয়ে হয়েছে আর ছেলে হয় না। দুইটা মেয়ে হয়েছে আর ছেলে হয় না। তুমি মরে গেলে, তোমার নাম নেবার তো কেউ থাকবে না! বার্থ কন্ট্রোল কেন করছ? বার্থ কন্ট্রোলের মানে বুজেছ? মরদ ছেলেকে খাসি বানায়ে দেওয়া! আর, মাইয়াছেলের বাচ্চাদানি সেলাই কইরা দেওয়া, যাতে বীর্য যাইতে না পারে! একে বলে বার্থ কন্ট্রোল!

আগের দিনে আমরা শুনতাম, ছাগলকে খাসি বান্ধাইছে, বলদ বান্ধাইছে, এখন, মানুষ মানুষকেই খাসি করে দিচ্ছে, বান্ধাই দিচ্ছে! …..(হাত দিয়ে অভিনয় করে দেখাতে দেখাতে) মরদ লোকের শরমের জায়গা দিয়ে হাত ভরে বান্ধায়ে দিচ্ছে, যাতে বীর্য না যায়, ছেলে না হয়। এটা কি বার্থ কন্ট্রোল করছিস তোরা! জঙ্গলে হাতি বাড়ছে কি বাড়ছে না, বাঘ বাড়ছে কি বাড়ছে না, শুয়োর বাড়ছে কি বাড়ছে না, বান্দর বাড়ছে কি বাড়ছে না? ….. ওখানে গিয়ে হাতিকে বান্ধাই দে, বান্দররে বান্ধাই দে বান্দর যেন কম হয়। ….. ওদেরকে বান্ধাইছে কোন দিন? শুধু মানুষকে পেয়েছিস! ….. বিল্ডিঙের ওপর লিখেছে, দুইটা ছেলে.. ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট। বার্থ কন্ট্রোল করছিস! ডেথ কন্ট্রোল করতে পারবি! ….. তোর দুইটা ছেলে হয়েছে। কোন মেডিসিন আছে, যে ওরা মরবে নাআআ? না মরার দাওয়াই তৈয়ার করেছে নাকি?

খবরদার, খবরদার! নবীর উম্মতেরা, এমন মেয়েছেলে বিয়া কর, যার ছেলেপিলে বেশি হয়।….. দুইটা-তিনটা-চারটা পর্যন্ত করতে পারবা… উম্মত বাড়াও। একবার এক যুবক একটা বিয়ে করেছে, বউকে খাওয়াতে পারে না, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর, বউকে খাওয়াইতে পারি না, কি করব। হুজুর বললেন, আরেকটা বিয়া কর। .. এটা কেমন কথা? হুজুর বললেন, আমার কথা শোন, আরেকটা বিয়ে কর। সে আরেকটা বিয়ে করল। দুই বউ হইল। সংসারের অভাবও কেটে গেল। রিজিকের মালিক কেএএ? আল্লা আল্লা আল্লা। ….. তুমি কেন বার্থ কন্ট্রোল করবে শুধু শুধু? ….. আল্লা বলছে আমি তোরে খাওয়াবো তোর ছেলেপিলেরেও খাওয়াবো। তুমি কেন বার্থ কন্ট্রোল করবে শুধু শুধু? খবরদার!! বড় গুণা! বড় গুণা! বড় গুণা!

কালকে হাশরের ময়দানে প্রিয় নবীর পেছনে আমরা দাঁড়াবো আশি কাতার! আর ইসা নবীর পেছনে দাঁড়াবে চল্লিশ কাতার। আমরা ডাবল, ডাবল, ডাবল হব! খবরদার!! বার্থ কন্ট্রোল করবা না! জন্ম নিয়ন্ত্রণ করবা না! খবরদার!! বড় গুণা! বড় গুণা! বড় গুণা! ….. এক ছেলে কানা হতে পারে, তার পরের ছেলে ল্যাংড়া হতে পারে। তার পরে একটা ছেলে হতে পারে যে তোমার দুনিয়া চালাবে।….. মুফতি আজম মুফতি ফয়েজউল্লার মতছেলে হতে পারত। তুমি বার্থ কন্ট্রোল করে হতে দিলা না! কানা-ল্যাংড়া পেয়ে তুমি থেমে গেলা। আল্লা! আল্লা! আল্লা! আল্লা! আল্লা!

খবরদার!! বার্থ কন্ট্রোল একেবারে করবা না!…..”

চাঁটগাইয়া থেকে অনুবাদকৃত। ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=R-cd6P-u4WY

=================================================

লিখেছেন: Shourov Drig

১- আপনি স্বামীর ঘরে থেকে আসবাবপত্র হেফাজত করবেন। বাইরে কেন যাবেন?

২- আপনার কাজ ঘরে থাকিয়া ছেলেসন্তানের দেখাশোনা করা।

৩- মার্কেটিং করতে যাবেন না। স্বামী আর ছেলেকে মার্কেটিং করতে পাঠান।

৪- আপনার মেয়েকে কেন দেন, গার্মেন্টসে চাকরি করতে?

৫- আপনার বিবি ইস্কুলে চাকুরি করে, ডাক্তারি শিকছে, গার্মেন্টসে চাকুরি করে। আগের দিনে পুরুষ চাকুরি করত, শরাফতের সাথে পরিবার পরিজন নিয়ে খাইত। আজকে সবাই মিলে রোজগার করে। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। বরকত কি করিয়া হবে? ফজরে সাতটা-আটটা বাজে গার্মেন্টসে যায় আপনার মেয়ে, রাতের আটটা দশটা বারোটায়ও ফিরে না। কোন পুরুষের লগে ঘুরাফিরা করতেসে তুমি ত জান না। কতো জনের মধ্যে মুত্তালা হচ্ছে আপনার মেয়ে, আপনি ত জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করে, কি বরকত হবে?

৬- আপনার বিবি ইস্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছে। আরে, কেলাস ফোর-ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ দিলে স্বামীর টাকাপয়সার হিসাব নিকাশ কইরতে পারে মত। অতটুকু দরকার।

৭- মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে আপনি দেখতেসেন। আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন ত? মার্কেটে যেদিকে তেতুউল বিক্রি করে, সেদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন ত? সত্য না মিথ্যা? মহিলা তার থিকাও বেশি খারাব। (বিরতি)
মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতে…) বুকের মধ্যে লালা বাইর হয়।

৮- যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হেনশেক করলে, আপনার দিলের মধ্যে, কু-খেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল।

৯- কেউ যদি বলে, বুড়া মানুষ, হুজুর, মহিলাকে দেখলে আমার বুকের ভিতর খারাব হয় না, কু-খেয়াল আসে না, তাহলে আমি বইলব ভাই, হে বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার ফুরুষত্ব নষ্ট হইয়া গেছে।…

১০- ইস্কুলে কলেজত উলঙ্গ উলঙ্গ পড়ি পড়ি, এডল্যা প্রত্যকদিন মাইয়াফুয়া মরদফুয়া আঁরাত্তে আইয়েদ্দে (আমাদের এখানে আসছে), হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাও… ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিস……

আল্লামা শফির একটা ওয়াজ শুনছিলাম। অনেকদূর শুনেছি। আর পারলাম না। লিঙ্ক:http://www.youtube.com/watch?v=R-cd6P-u4WY

=====================================

Category: চুতরাপাতাTag: হেফাজতে ইসলাম
Previous Post:লোক খারাপ না, কিন্তু সমস্যা হইলো নাস্তিক
Next Post:বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীরা লীগের হাতে ধর্মীয়, বিএনপির হাতে রাজনৈতিক সহিংসতার শিকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top