হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
জন্মঃ ২৬ এপ্রিল ৫৭০, বনি হাশিম বংশ, কুরাইশ গোত্র, মক্কা নগরী, সৌদি আরব।
- প্রচলিত ধারনা মোতাবেক জন্ম ৫৭০ খৃস্টাব্দে।
- ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে ৫৭০ সন ব্যবহার করেছেন।
- সাইয়েদ সোলাইমান নদভী, সালমান মনসুরপুরী এবং মোহাম্মদ পাশা ফালাকির গবেষণায় জন্ম ৫৭১ সালের ২০ বা ২২ শে এপ্রিল।
- নবীর জন্মের বছরেই হস্তী যুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরশেরওয়ার সিংহাসনে আরোহনের ৪০ বছর পূর্তি ছিল।
- ৫৭০ বা ৫৭১ খৃস্টাব্দে আবরাহা ৬০ হাজার সৈন্য ও ১৩ টি হস্তী নিয়ে মক্কার দিকে যাত্রা করে।
মৃত্যুঃ ৮ জুন ৬৩২; ১১ হিজরী সালের রবিউল আউয়াল মাসের ১ তারিখ সন্ধ্যায়
- হিজরী ১১ সালের সফর মাসে জ্বরে আক্রান্ত
- এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে
নবুওয়ত প্রাপ্তিঃ
- চল্লিশ বছর বয়সে
- জন্ম ৫৭০ সাল ধরলে- ৬১০ সালে
- জন্ম ৫৭১ সাল ধরলে- ৬১১ সালে
- ৩০ বছর বয়স থেকে হেরাগুহায় যাতায়াত
বাল্যজীবনঃ
- হালিমা বিনতে আবু জুয়াইবের (অপর নাম হালিমা সাদিয়া)-এর কাছে জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত
- পরের বছর মায়ের কাছে
- তারপর দাদার কাছে
- দাদা মারা গেলে আপন চাচা আবু তালিবের কাছে
দাদাঃ আব্দুল মুত্তালিব
- কুরাইশ গোত্রের প্রধান
- মারা যাওয়ার সময় মুহাম্মদের বয়স ৮ বছর ২ মাস ১০ দিন
পিতাঃ আব্দুল্লাহ
- বিয়ের ৩দিন পর নতুন বউ নিয়ে বাড়িতে ফেরত
- বিয়ের পরপরই বানিজ্যের উদ্দেশ্যে সিরিয়া যান (এসময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন)
- সিরিয়াতেই মার যান
- মহাম্মদের জন্মের ৫/৬ মাস আগে মারা যান
মাতাঃ আমিনা
- মহাম্মদের ৬ বছর বয়স কালে মারা যান
স্ত্রীঃ
১. খাদীজা বিনতে খুওয়াইলিদ
- বিয়ের সময় তার বয়স ছিল ৪০ আর মুহাম্মদের ২৫
- আগেও খাদীজার দুইবার বিয়ে হয়েছিলো
- হস্তী বর্ষের ১৫ বছর আগে অর্থাৎ নবীর জন্মেরও ১৫ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন
- পিতা খুওয়াইলিদ ইবন আসাদ এবং মাতা ফাতিমা বিনতু যায়িদ
- নবী ও খাদীজার মধ্যে ফুফু-ভাতিজার সম্পর্ক ছিল
- ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি
- বিবাহিত জীবনঃ ৫৯৫-৬১৯
২. সাওদা বিনতে যামআ(৬১৯-৬৩২)
- বিধবা
- হিজরতের পূর্বেই আনুমানিক ৬২০ খ্রিস্টাব্দে বিবাহ
- নবী মারা যাওয়ার সময় সাওদার বয়স ছিল ৪৬ বছর।
- বিয়ের সময় বয়স ৩৩, নবীর ৪৯
৩. আয়েশা বিনতে আবু বকর (৬১৯-৬৩২)
- অন্তরঙ্গ বন্ধু, চাচাতো ভাই আবু বকরের মেয়ে
- বিয়ের সময় বয়স ৬, নবীর ৫১
- ৯ বছর বয়সে বাসর
- নবীর মৃত্যুকালে বয়স ১৮
৪. হাফসা বিনতে ওমর (৬২৪-৬৩২)
- ইসলামের ২য় খলিফা ওমরের মেয়ে।
- হিজরী ২য় বা ৩য় সালে মুহাম্মদ উনাকে বিবাহ করেন।
- ৪১ অথবা ৪৫ হিজরিতে পরলোকগমন করেন।
৫. জয়নব বিনতে খুযায়মা (৬২৫-৬২৭)
- হিজরতের একত্রিশ মাস পরে ৩য় হিজরীর রমজান মাসে বিবাহ করেন
- মাত্র আটমাস উনার বিবাহাধীনে থেকে বিয়ের পরবর্তী বৎসরেই ৪র্থ হিজরীর রবিউস সানি মাসে উনার ইন্তেকাল হয়
৬. জয়নব বিনতে জাহশ (৬২৭-৬৩২)
- জন্ম: ৫৮৮ খৃঃ
- মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের বিখ্যাত বনি হাশেম গোত্রের জাহাশ পরিবারের মেয়ে
- মাতাঃ উমাইমাহ বিনত আব্দ আল (মোতালিবের মেয়ে)
- আপন ফুফাতো বোন
- পালিত পূত্র জায়েদের স্ত্রী
- ওহী এলে জায়েদ তালাক দিতে বাধ্য হয়
- মৃত্যু ২০ হিজরিতে
৭. জুওয়াইরিয়া বিনতে আল-হারিস (৬২৮-৬৩২)
- বিধবা
৮. রামালাহ বিনতু আবী-সুফিয়ান (৬২৮-৬৩২)
- আবু সুফিয়ানের মেয়ে
- জন্মঃ ৫৮৯ সালে, মৃত্যুঃ ৬৬৬ সালে
- বিয়ে হয় মহাম্মদের অনুপস্থিতে
৯. উম্মু সালামা হিন্দ বিনতে আবী উমাইয়্যা (৬২৯-৬৩২)
- ৪র্থ হিজরিতে উনার প্রথম স্বামী আবু সালামা এক যুদ্ধে শদীদ হন
- অত:পর, শাওয়াল মাসে মুহাম্মাদ উনাকে বিবাহ করেন
- তিনি উনার স্ত্রীদের মধ্যে সব শেষে (মতান্তরে ৫৯ বা ৬২ হিজরিতে) ইন্তেকাল করেন
১০. রায়হানা বিনতে জায়েদ (৬২৯-৬৩১)
- বিধবা, বানু কুরাইজা গোত্রের লোকদেরকে পরাজিত করার পর তাকে গণিমতের মাল হিসাবে পাওয়া যায়। মোহাম্মদ তাকে বিয়ে করেছিলেন কি না তা নিয়ে মতভেদ আছে।
১১. সাফিয়া বিনতে হুওয়াই (৬২৯-৬৩২)
- বিধবা ইহুদী রমনী, খায়বার দখলের পর সব পুরুষকে হত্যা করে তাদের সর্দারের স্ত্রীকে ভাগে পান মোহাম্মদ। পরে বিয়ে করেন। বিশেষ বিষয় হলো- যেদিন মোহাম্মদ ও তার দলবল সাফিয়ার স্বামী সহ সকল আত্মীয় স্বজনকে নির্মমভাবে হত্যা করেন সেদিনই রাতে তিনি সাফিয়ার সাথে রাত কাটান।
১২. মাইমুনা বিনতু আল-হারিস (৬৩০-৬৩২)
- আসল নাম ছিলো বাররা
- বিয়ের সময় বয়স ৩৬, মহাম্মদের ৬০
- জয়নব বিনতে খুযায়মার সৎ বোন
- জন্মঃ ৫৯৪ সালে, মৃত্যুঃ ৬৭৪ সালে। ৮০ বছর বয়সে মারা যান।
উম্মে হাবিবা
- বিধবা
গাজিয়া
- নবী তাঁর সাথে যৌন-সংগমে অগ্রসর হলে চক্রান্তকারী অন্যান্য স্ত্রীদের মন্ত্রণায় গাজিয়া উচ্চারণ করেঃ “আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই।” শুনেই নবী তাকে তৎক্ষণাৎ তালাক দেন।
আসমা বিন্ত নুমান
- নবী আবিষ্কার করেন যে, তার শরীরে সাদা দাগ ছিল, যা তিনি অপছন্দ করতেন। ফলে তাকেও তৎক্ষণাৎ তালাক দেন নবী।
বিন্তে যাবিয়ান
কাতিলা
- কাতিলার সাথে বিয়ে হতে-না-হতেই নবী অসুস্থ হয়ে পড়েন ও যৌন-সহবাসের সুযোগ হওয়ার আগেই মারা যান। নবীর মৃত্যুর পর কাতিলা ইসলাম ত্যাগ করেন।
ফাতিমা বিন্তে সারা
খাওলা বিন্তে হুযাইল
লাইলা বিন্তে খাতিম
নাম না-জানা বনী কিলাবের এক মহিলা
দাসী-বাদীঃ
মারিয়া আল-কিবতিয়া (৬৩০-৬৩২)
- মিশরের বাদশার কাছ থেকে দাসী হিসাবে উপঢৌকন পান ও এর সাথে বিয়ে ছাড়াই যৌন সঙ্গম করতেন
- মারিয়ার গর্ভে ইব্রাহিমের জন্ম
সন্তান
পুত্রগণ:
কাসিম
আব্দাল্লাহ
ইব্রাহিম
- দাসী মারিয়ার গর্ভে ইব্রাহিমের জন্ম
কন্যাগণ:
জায়নাব
রুকাইয়্যা
উম্মে কুলসুম
ফাতিমা
অন্যান্য
আলী
- চাচাতো ভাই
- ইসলাম গ্রহণকারী ২য় ব্যক্তি
- ইসলাম গ্রহণের সময় বয়স ছিল ১০ বছর
- অন্তরঙ্গ বন্ধু
- ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি
যুদ্ধ
Leave a Reply