• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

বৈদিক সিকিউরিটি এবং ইসলামিক লাই ডিটেকটর

You are here: Home / চুতরাপাতা / বৈদিক সিকিউরিটি এবং ইসলামিক লাই ডিটেকটর
June 26, 2013

লিখেছেন: জুপিটার জয়প্রকাশ (দুপেয়ে গাধ)

বৈদিক সিকিউরিটিঃ-

অথর্ব্ব বেদের মধ্যে একখানি মন্তর আছে, সেইটি পাঠ করিয়া যে এলাকা প্রদক্ষিণ করিবেন সেখানে চোর ডাকাত বা শত্রু প্রবেশ করিতে পারিবেক না।
(প্রদক্ষিণ = দক্ষিণে (মানে ডাইনে) মালটিকে রাখিয়া পরিক্রমা (মানে চক্কর)

যে সকল ব্যক্তি বেদের উপর বিশ্বাস রাখেন তাঁহারা যদি তালা, চাবি, সিন্দুক, দেওয়াল, সিকিউরিটি-ক্যামেরা এবং সীমান্তরক্ষী বাহিনী (ও তাহাদের কামান, বন্দুক, ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধজাহাজ ইত্যাদি) ত্যাগ করিয়া পরিবর্তে এই পদ্ধতিটি ব্যবহার করিতে চান তবে করিতে পারেন। কপিরাইট বা পেটেন্ট এর ঝামেলা নাই। বেদ জগতের সকল মনুষ্যের জন্য উন্মুক্ত।

তবে এই পদ্ধতি ফেল করিয়া ফকির হইলে অন্য যেকোনো ধর্মগ্রন্থের ন্যায় বেদেরও কোনো প্রকার দায়দায়িত্ব নাই। কাঞ্জিলাল ভাই এর মত ঈশ্বরকে আদালত দেখানো নিষেধ।


লিখেছেন: দাঁড়িপাল্লা ধমাধম

ইসলামিক লাই ডিটেকটর
===============

স্বামীর যদি কোন কারণে স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ হইয়া থাকে বা স্ত্রীর যদি স্বামীর চরিত্র লইয়া সন্দেহ হইয়া থাকে তাহা হইলে এই তদবীর দ্বারা সন্দেহভাজন ব্যক্তির চরিত্রের আসল রূপটি প্রকাশিত হইয়া পড়িবে-

দুই টুকরা হরিণের চামড়া যোগাড় করিয়া গোলাপ জলে মেশক জাফরান গুলিয়া উহা দ্বারা দুইটি আয়াত লিখিবে। রাত্রে যখন সন্দেহভাজন ব্যক্তি নিদ্রা যাইবে, তখন খুব সতর্কতার সহিত ঐ আয়াত লিখিত চামড়ার দুই টুকরা নিদ্রিত ব্যক্তির বুকের উপর স্থাপন করিবে। সাথে সাথে ঘুমের ঘোরেই লোকটি তাহার চরিত্রের একান্ত গোপন বিষয়সমূহ অনর্গল বলিয়া যাইতে শুরু করিবে।

===============

আয়াত দুইটি জানিতে নাম ঠিকানা জানাইয়া ইনবক্স করুন। প্রথম ১০০জনের জন্য ১০০% ডিসকাউন্ট!

বিঃদ্রঃ সিরিয়াস পোস্টে আজাইরা ক্যাচাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

Category: চুতরাপাতা
Previous Post:কোন ভীরুকে ভয় দেখাবে, আঁধার তোমার সবই মিছে
Next Post:মুহাম্মাদ পুরাণ (অসম্পূর্ণ)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top