দৃশ্যপট#১
ইদ্রিস আলীর ফ্লাট। বেডরুমে ইদ্রিস আলীর বউ নাক ডেকে ঘুমাচ্ছে। কিচেনের ফ্লোরে কাজের মেয়ে। ইদ্রিস আলী চুপি চুপি কিচেনের দিকে চললেন। কিচেনের দরজায় বড় ছেলের সাথে ঢাক্কা।
– আব্বা! এতরাতে কিচেনে আসছ কেন?
– এই ইয়ে মানে পানি খেতে।
– রুমে পানির বোতল ছিল না?
– ইয়ে মানে খুঁজে পাচ্ছিলাম না।…তা তুই এত রাতে কিচেনে কী করলি?
– না মানে ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু মধু খেয়ে আসি…
দৃশ্যপট#২
প্রেমিকাকে নিয়ে পার্কে ঘুরতে বের হয়েছে প্রেমিক। এমন সময় ফোন এলো-
– হ্যালো জানু, তুমি কই?
– এই একটু পার্কে আসছি।
– একা একা পার্কে কী করো?
– না মানে সঙ্গে এক কাজিন আছে।
– আচ্ছা সোনা শোনো, এখন কিন্তু আব্বা-আম্মু বাসায় নাই। চলে আসো…
– নাহ মানে আমার না পেট ব্যথা করছে…
দৃশ্যপট#৩
আবুল মিয়া বাথরুম করার জন্য বাইরে বের হলো। আধা ঘন্টা পর ফিরে এলে বউ জিজ্ঞেস করলো, কই গেছিলা?
– পায়খানা করতে।
– পায়খানা করতে এতক্ষণ লাগে? সত্য কইরা কও কই গেছিলা? নইলে তোমার একদিন কি আমার একদিন…
– আরে তুমি কি মনে করো আমি প্রতিদিন ভাবীর ঘরে যাই? জানো না আজ বড় ভাই বাড়িতে?
দৃশ্যপট#৪
জয়নাল ব্যাপারীর ৪ বিবি। আজ ছোট বিবির সাথে ঘুমানোর পালা। মাঝরাতে ছোট বিবি ঘুম ভেঙে গেল। দেখল জয়নাল ব্যাপারী বিছানায় নাই। ছোট বিবি বাইরে এসে দেখল জয়নাল ব্যাপারী অন্য বিবির ঘরের দিকে যাচ্ছে।
– কই যাও?
– যাই না তো কোথাও? তোমার কী ধারণা আমি অন্য বিবির ঘরে যাচ্ছি? আসলে আজ চাঁদ পৃথিবীর অনেক নীচে নেমে আসছে। সেইটা দেখতে আসছিলাম।
দৃশ্যপট#৫
-হযরত আয়শা রাঃ বলেন-এক রাতে রাসূল সাঃ কে না পেয়ে খুজতে বের হলাম। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকীতে [মদীনার কবরস্থান] গিয়ে আমি তাঁকে দেখতে পেলাম। তিনি বললেন-কি ব্যাপার আয়শা? [তুমি যে তালাশে বের হলে?] তোমার কি মনে হয় আল্লাহ এবং তাঁর রাসূল তোমার উপর কোন অবিচার করবেন? [তোমার পাওনা রাতে অন্য কোন বিবির ঘরে গিয়ে রাত্রিযাপন করবেন?] হযরত আয়শা রাঃ বললেন- আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। রাসূল সাঃ তখন বললেন-যখন শাবান মাসের ১৫ই রাত আসে অর্থাৎ যখন শবে বরাত হয়, তখন আল্লাহ পাক এ রাতে প্রথম আসমানে নেমে আসেন। তারপর বনু কালব গোত্রের বকরীর পশমের চেয়ে বেশী সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে দেন। -সুনানে তিরমিযী, হাদীস নং-৭৩৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬০২৮, মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-১৫০৯
======================
কবরস্থান : কবর থিকা লাশ তুইলা সেএণ্ডক্সের কাহিনীটা মনে আছে?
“তোমার পাওনা রাতে অন্য কোন বিবির ঘরে গিয়ে রাত্রিযাপন করবেন?” – ঠাকুর ঘরে কে রে?
“আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন।” – যাহা কিছু রটে, তাহা কিছু বটে!
“আল্লাহ পাক এ রাতে প্রথম আসমানে নেমে আসেন” – ডান হাত, বাম হাত এবং অজুহাত! উম্মেহানির ঘরে গিয়ে ধরা খাইয়া মেরাজের কাহিনী বয়ান স্মর্তব্য!
বকরীর পশম – কালবদের বকরীর গায়ে পশমের সংখ্যা কত? ১৪০০ বছর ধইরা কতজন বান্দাদের ক্ষমা করা হইল? (বকরীর পশম X ১৪০০ = ? দুনিয়ার মুসলিম জনসংখ্যা কত? এতদিনেও কেউ পাপী আছে নাকি?)
======================
বিঃদ্রঃ সব ঘটনা ও চরিত্র কাল্পনিক। বাস্তবের সাথে মিলে গেলে পুরাটাই কাকতাল-বকতাল মাত্র।
Leave a Reply