# ভাষা আন্দোলন / বাংলা চটি
শ্লীল-অশ্লীল নির্ণয়ের আমি কেউ না। কে শ্লীল লেখা লিখবে, কে অশ্লীল লেখা লিখবে, কে শ্লীল লেখা পড়বে, কে অশ্লীল লেখা পড়বে–এগুলাও কেউ ঠিক করে দেয়ার বা এতে বাধা দেয়ার অধিকার রাখে বলে মনে হয় না। গালাগালির ব্যাপারটাও তাই। এটা যার যার ব্যক্তিগত রুচি-অরুচি, পছন্দ-অপছন্দের ব্যাপার। কাউরে ক্ষতির হুমকি, উস্কানি, বা প্রত্যক্ষভাবে ক্ষতি না করে যার যা ইচ্ছা তাই বলতে পারে, যার যা ইচ্ছা তাই করতে পারে। এটাই সর্বোচ্চ পর্যায়ের বাক-স্বাধীনতা/ব্যক্তি-স্বাধীনতা। কারো কথা, লেখা, কাজ পছন্দ না হলে তার সমালোচনা করা যেতে পারে, কথার জবাব কথা দিয়ে, লেখার জবাব লেখা দিয়ে দেয়া যেতে পারে।
আপনারা জানেন, মা-বোন-ভাই ইত্যাদি লিখে গুগলে সার্চ দিতে গেলেই এমন কিছু সাজেসন্স আছে যা অনেকের জন্য বিব্রতকর। তারপর সার্চ রেজাল্টে যা আছে, সেগুলা আরো বেশি বিব্রতকর হতে পারে। এক কথায় এগুলা হলো–বাংলা চটি।
এগুলা কেউ চাইলেই মুছে ফেলতে পারবেন না। তবে সামনে যাতে না আসে, সেই ব্যবস্থা করা যেতে পারে। যাদের গুগল একাউণ্ট আছে, তাদের জন্য ব্যাপারটা খুবই সহজ। ‘ব্লগার ডট কম’ (https://www.blogger.com) গুগলেরই আরেকটা প্রতিষ্ঠান। চট করে ওখানে একটা ব্যক্তিগত ব্লগ খুলে মা-বাবা-ভাই-বোন টাইটেল দিয়ে লেখালেখি করতে পারেন। সবাই মিলে লিখতে থাকলে এক সময় সার্চ ইঞ্জিনে এই লেখাগুলোই আগে আসবে, আর চটিগুলো পিছনে পড়ে যাবে। এছাড়া আরো অনেক ফ্রি ব্লগের ওয়েবসাইট আছে, যেমনhttps://www.wordpress.com, সেখানেও একাউণ্ট খুলে লিখতে পারেন।
ভাষার জন্য আমরা আন্দোলন করতে পারি, প্রাণ দিতে পারি। তো এই ভাষার মাসেই শুরু হয়ে যাক সেরকম আরেকটি আন্দোলন।
Leave a Reply