• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

১৪০০ বছর পিছনে গিয়ে যাত্রা শুরু হোক আবার

You are here: Home / চুতরাপাতা / ১৪০০ বছর পিছনে গিয়ে যাত্রা শুরু হোক আবার
June 16, 2013

লিখেছেন: জয়ন্ত সাহা

আমার ডিপার্টমেন্টের প্রায় ৯০ ভাগ শিক্ষকই পি.এইচ.ডি। বেশিরভাগই উত্তর আমেরিকার নামী দামী বিশ্ববিদ্যালয় থেকে। নিজেদের ফিল্ডে তারা এই দেশের সেরা বিশেষজ্ঞদের মধ্যে পড়বেন। যেই তথ্যটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তাদের ১০০ ভাগই খাঁটি ইসলামিস্ট। তাদের পোশাকে আচরণে, কথা বার্তায় সেই ছাপ স্পষ্ট। কেউ কেউ রীতিমত দাড়িমোচ আলখাল্লা ওয়ালা হুজুর। একটা বিষয়ে সপ্তাহে একটা মাত্র ক্লাস। তিন ঘন্টার সেই ক্লাস স্যারেরা নামাজের জন্য ১০-১৫ মিনিট করে দুইবার থামিয়ে দেন। স্যারেরা না থামাইলে পোলাপানে রিকুয়েস্ট করে থামিয়ে দেয়, নামাজ পড়বে বলে। লেকচার মিস গেলে অসুবিধা নাই নামাজ মিস যাবে না। উহু বলতে ভুলে গেছি উনারা আরও বড় ইস্লামিস্ট। একেকজন আধুনিক হুজুর। গোড়ালির উপ্রে ট্রাউজার পড়ে, চিবুকে ছাগল দাড়ি, কিন্তু বাতচিত করে ইংলিশ, বাংলিশে।

সামনে রোজা রমজান আসতেছে। সেইজন্য এক হুজুর স্যার ক্লাসের সময় পরিবর্তন করে সন্ধ্যা থেকে দুপুরে নিয়ে আসতে চাইলেন। আমি দাড়িয়ে বললাম স্যার দিনের বেলায় জব করি সন্ধ্যা বেলায় ক্লাস করতে আসি, দিনে ক্লাস হলে এটেন্ড করতে পারব না। স্যার আমাকে বললেন তুমি কি মুসলিম? আমি বললাম হতবাক হয়ে বললাম, না। তাহলে তুমি রোজাদারের কষ্ট বুঝবে কি করে? এখানে তুমি একা পড়তে আস নাই। সঙ্খ্যাগুরুরা যা বলবে তাই হবে। ক্লাসের অধিকাংশ পোলাপান বলল রোজার সময় দিনে ক্লাস করবে। আমি বকচুদের মত তাকিয়ে রইলাম! এই স্যার মূলত বুয়েটের শিক্ষক। আমাদের এখানে ভিজিটিং ফ্যাকাল্টি। সদ্যপ্রয়াত দেশের কিংবন্দন্তী লেখকের মেয়েও আমার ডিপার্টমেন্টের শিক্ষক। ইনি পিএইচডি করেছেন জর্জিয়া ইন্সটিউট অফ টেকনলজি থেকে। ইনিও সাচ্চা ইস্লামিস্ট। চেহারাও ভালমত দেখতে পারি নাই এখন পর্যন্ত। ইনি নাকি ক্লাসে ইরানী বিপ্লবের গল্প করেন!

ভারত পাকিস্তানের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল আজকে। লাউঞ্জে গিয়ে দেখি পোলাপান সব প্রকাশ্যে পাকিস্তানের সমর্থক। কারও মুখে হাসি নাই। কারণ পাকিস্তানের অবস্থা ভাল না।

গত একমাস আমার এইসব নিয়ে আমার আফসুসের সীমা ছিল না। আজকে মনে হইল এতো ঠিকই আছে। এই দেশে এখনও শুধু ইসলাম কার্ড ইউজ করে ভোটে জিতা যায়। হোক না স্বাধীনতা বিরোধী, রাজাকার, খুনী, ধর্ষক, যুদ্ধাপরাধীদের দোসর, চোর, বাটপার, লুটেরা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ইস্লামিস্টতো! ইসলামের নামে সাত খুন মাফ। দরকার নেই প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, উদার, বিজ্ঞানমনস্ক দেশ ও জাতির। ১৪০০ বছর পিছনে গিয়ে যাত্রা শুরু হোক আবার…..

Category: চুতরাপাতাTag: ইসলামিস্ট
Previous Post:আওয়ামী লীগ আবার পূর্বের নামে ফিরে যাক- আওয়ামী মুসলিম লীগ
Next Post:আল্লাহ সত্যিই মহান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top