লিখেছেনঃ অভিজিৎ রায়
ছাগুবাহিনী আর মুজিব বাহিনীর কম্বাইন্ড দল জোট বেঁধে আর ঘোট পাকিয়ে নাস্তিকদের স্ট্যাটাস মুছার মিশনে নেমেছে। বড় পবিত্র এই মিশন। তাদের এই ‘মিশনারি পজিশন’ –এ রাসেল রহমান+ আইজু+ইমরান+পিয়াল+জেবতিক কোং সব সমান হয়ে গেছে। গ্যাং ব্যাং গ্রুপ খুলে মডারেট ধর্মীয় চ্যাং (পড়ুন ঈমানদণ্ড) দখিয়ে ফেসবুক থেকে ‘উগ্র নাস্তিক’ তাড়াচ্ছে। “নাস্তিক” আসিফ এদের কাছে হারাম। হারাম তারাও যারা ফেসবুকে আসিফের মুক্তির কথা বলে। আসিফরে বাদ দিয়াই এরা ব্লগারদের মুক্তি চায়; স্বাধীন বাংলা ব্লগের খোয়াব দেখে। অন্ধত্ব বিচারে মোল্লাদের সঙ্গে এদের তফাৎ লেবাসের মাত্র। …অথবা হেফাজতের সঙ্গে আওয়ামী মুসলিম লীগের যতখানি, ঠিক ততোটুকুই। … এ আমার কথা নয়, এটা বিপ্লব ( Biplob Rahman ) বলেছিলেন আমার স্ট্যাটাসে দিন কয়েক আগে।
কথাটা মিথ্যা না। ব্লগারদের মুক্তি চেয়ে, বিশেষতঃ আসিফের মুক্তি চেয়ে স্ট্যাটাস দিলেই ছাগুবাহিনী কাঁঠাল পাতা ভেবে সেটা গলাধঃকরণ করতে চাইছে। ভেবেছে স্ট্যাটাস মুছলে স্ট্যাটাস দেয়া লোকটাও বুঝি গায়েব হয়ে যাবে! এ এক বড় মজা। ফেসবুকের আবিষ্কারকই যেখানে এক স্বঘোষিত নাস্তিক, সেই নাস্তিকের আবিষ্কার করা টুল ব্যবহার করে তারা নাস্তিক তাড়িয়ে অর্গাজমিক আনন্দ উপভোগ করতে চাইছে।
আজকে অনু তারেক ( Onu Tareq ) তার একটা স্ট্যাটাসে লিখেছেন –
=====================
নাস্তিকদের গায়ে খুব গন্ধ, কিন্তু চামে তাদের তৈরি সবই তো ব্যবহার করেন- ফেসবুকের আবিষ্কারক স্বঘোষিত নাস্তিক, যে উইন্ডোজ ব্যবহার করেন তার আবিষ্কারকও, আর যদি অ্যাপেল ব্যবহার করেন, জনাব জবসও একজন নাস্তিক।
পারলে নিজে কিছু করে তারপর কথা বলেন, অন্যের ধনে পোদ্দারি করে তাকে গালাগালি করা মানুষের কাজ না—-
====================
ওয়েল ফেসবুক, অ্যাপেল উইন্ডোজ এগুলোর মত অ্যাপ্লিকেশন ছাগুরা বানাতে পারবে না সেটা স্কুলের বাচ্চাও জানে। তারা কেবল জানে কিভাবে চামে চিকনে গ্যাং-ব্যাং পদ্ধতিতে নাস্তিকদের স্ট্যাটাস মোছা যায়। তাদের ‘ক্ষ্যামতা’ অদ্দুরই । আফটার অল মোল্লাদের দৌড় থাকে মসজিদ আর তালগাছ পর্যন্তই। মনে আছে নিশ্চয় ফেসবুকরে টেক্কা দেওনের লাইগ্যা পাকি ছাগুরা হালাল ফেসবুক খুলছিল বেশ কয়েক বছর আগে – মিল্লাত ফেস বুক নামে, যেটার চেহারা ছবি আর ফিচারের যে দশা কেউ ব্যবহার করে না। এক বছর আগে খবরে দেখেছিলাম বিশাল আর্থিক দৈন্যদশায় আছে এই ছাগু-ফেসবুক। মধ্যপ্রাচ্যীয় তেল আর পেট্রোডলারেও বাঁচানো যাচ্ছে না। লাইফ সাপোর্ট মনে হচ্ছে খুলেই দিতে হবে এক সময়। বেচারা মিল্লাত বাম।
কিছু করার নেই। আসিফ মহিউদ্দীন জেলে থাকলে তার মুক্তি আমি চাইবই। ছাগু হাগু পাগু কারো অপছন্দ হতে পারে, কিন্তু কারো পছন্দ অপছন্দে আমি চললে আমি এখানে থাকতাম না।
ধর্ম পালন যদি কারো অধিকার হয়, সমালোচনাকেও অধিকার হিসেবে নিতে হবে। ধর্মের সমালোচনার জন্য একজন ব্লগারকেও আটকে রাখা যাবে না।
আটককৃত সকল ব্লগারদের মুক্তি চাই। জামিন নয় মুক্তি।
এবং আসিফ বেরিয়ে আসছে, এবং খুব শিগগিরই …
[ওহ, আরো একটা ব্যাপার স্ট্যাটাস মুছার চেষ্টায় লাভ নাই, স্ট্যাটাস মুছার ভাইরাস যদি থাকে, বেরিয়ে যায় সেই ভাইরাসের টিকাও… , খুঁজে পেতে দিন কয়েক দেরী হয় এই আর কি ]
Leave a Reply