মূলধারার সংবাদমাধ্যমে যেসব খবর সচরাচর আসে না…
➤ শান্তির ধর্মের সবচেয়ে শান্তিময় স্থান মসজিদে পাওয়া গেছে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যবহার্য শান্তিকামী অস্ত্র ও গোলা-বারুদ।
➤ আখিরাতে জান্নাতবাসীদের জন্যে এমন সুযোগ থাকবে নিশ্চয়ই। সেনেগালের একটি ইছলামিক টিভি চ্যানেলের নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানের স্থলে কুড়ি মিনিট পর্ন দেখানো হয়েছে।
➤ চীনের মুছলিম-অধ্যুষিত এলাকায় বোরখা ও “অস্বাভাবিক” দাড়ি নিষিদ্ধ করা হয়েছে। অতএব হে মোমিনগণ, জ্ঞানার্জনের জন্য সুদূর চীন ভ্রমণ করুন।
➤ ইতালি-প্রবাসী বাংলাদেশি মা তাঁর ১৪ বছর বয়সী মেয়ের মাথা মুড়ে দিয়েছেন। কিশোরীর অপরাধ ছিলো – সে বাসা থেকে বের হয়েই মাথা থেকে হিজাব খুলে ফেলতো।
➤ অনেক মোমিনার ধারণা ও বিশ্বাস, আখিরাতে তারা যৌনসেবা পাবে গেলমানদের কাছ থেকে। তাই ইহকালেই পার্থিব গেলমানগমনচর্চা করে নিয়েছে ৩৮ বছর বয়সী মুছলিমা।
➤ আইসিস-এ যোগ দিতে বাধা দেয়ার কারণে এক মুছলিম তার সন্তানদের সামনেই স্ত্রীকে হত্যা করেছে।
➤ নিউ ইয়র্কের NYC টিভি চ্যানেলে ফোন করে শান্তিকামী মুছলিম জানালো, “আমরা বিশ্বাস করি, সমকামীদের শিরোশ্ছেদ করা উচিত।”
➤ খুব সম্ভব, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গান গাওয়ার কারণেই আসামের মুছলিম গায়িকার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে শান্তিবাদী ৪৬ জন মোল্লা।
➤ ইছলামী শিশুশিক্ষার প্রত্যক্ষ ফল: সিডনির স্কুলশিক্ষক তাঁর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, কারণ তাঁর স্কুলের মুছলিম ছাত্ররা তাঁর শিরোশ্ছেদের হুমকি দিয়ে আসছিল।
➤ “আল্লাহু আকবর” বলে চিৎকার করে এক মমিন গলা কেটে হত্যা করেছে তার পিতা ও ভাইকে। এর সঙ্গে ইছলামের কোনও সম্পর্ক নিশ্চয়ই নেই।
➤ বাঁশের কেল্লা বা রেডিও মুন্না জাতীয় ইছলামী প্রচারমাধ্যমগুলোর এখন কী করবে? কুয়েতী শেখ ঘোষণা দিয়েছে, “ফটোশপ ব্যবহার করা নিষিদ্ধ, কারণ তা আল্যার ইচ্ছের বিরুদ্ধে যায়।”… শুধু কি তা-ই! আরেক শেখ জানিয়েছে, শতকরা ৯০ ভাগ শিল্পকলাই নীতিশাস্ত্রবিরোধী।
➤ ১৪ মাস বয়সী শিশুকন্যাকে হত্যাকারী এক মুছলিম মা বলেছেন, তাঁর কন্যাটি জ্বীনগ্রস্ত ছিলো বলে জানিয়েছিল এক ইমাম, যার শরণ তিনি নিয়েছিলেন মেয়ের আরোগ্যের আশায়।
➤ “আদালতে গিয়ে কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেলবো সব বিচারককে“, মুছলিম জঙ্গির হুঙ্কার।
Leave a Reply