• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

ছিল্লা কাইট্টা দিলাম, লবন লাগাই দেয়ার দায়িত্ব আপনাদের (অবশ্য বিনোদনেরও অভাব নাই)

You are here: Home / চুতরাপাতা / ছিল্লা কাইট্টা দিলাম, লবন লাগাই দেয়ার দায়িত্ব আপনাদের (অবশ্য বিনোদনেরও অভাব নাই)
June 6, 2013

ইনবক্স বা কোন হিডেন গ্রুপ বা থ্রেডের কথা বাইরে সাধারণত আনতে চাই না। কিন্তু এইটা না করে পারা গেল না। অবশ্য তারে আগেই সতর্ক করা হইছিল যে এটা বাইরে যেতে পারে।

প্রথম থেকে শুরু করলে কোরান হাদিস মহাভারত হয়ে যাবে। জাস্ট শুরু করে দিচ্ছি, পড়লেই আগের কাহিনীর সূত্র ধরে ফেলতে পারবেন-

শুরুটা হইছিল আরো আগে। আরো অনেকের সাথে, একটা প্রাইভেট থ্রেডে বা গ্রুপে। আমি জাস্ট দেখে যাচ্ছিলাম তার ত্যানা-প্যাচানি। বেশিক্ষণ সহ্য করা যাচ্ছিল না, তাই আমার কমেন্ট- (তার আর আমার কথাচালাচালির মূল অংশটুকুই আপাতত তুলে দিচ্ছি। অবশ্য আমার অংশতো খালি চুলকানি, সেটা বাদ দিতে পারেন। তার চরিত্র বুঝতে শুধু তার বচনগুলাই শুনে যান)-

 

August 24, 2012

4:25pm

দাঁড়িপাল্লা ধমাধম

এত প্যাচানির কি হইতাছে কে জানে!

সুজিত, এখানে ধারণা করা হচ্ছে, আপনি “হিন্দু নাস্তিক”, ভগবান মানেন কিন্তু আল্লারে মানেন না। এমন ধারনা কি সত্য?

 

4:27pm

Sujit Das

I said, I want to come out completely from the God hypothesis. I have lost respect on the cow-gods of Hinduism.

I don’t need a God — I want to be free man — but it is God who is not going out of my mind.

 

4:28pm

দাঁড়িপাল্লা ধমাধম

সেরকম কিছু হলে শুধু কাউ গড ধর্মের ফাক কোকর নিয়েই আপনার বেশী জানা উচিত এবং লেখা উচিত। শুধু ইসলামের পিছে লেগে থাকলে আল্লার কাছ থেকে মুক্তি পাবেন না, ভগবানের কাছ থেকেও না।

 

4:34pm

Sujit Das

I support nothing except logic. Like Islam, Atheism has many flaws.

Should I refute Dawkins with my logic?

 

 

4:36pm

Sujit Das

Talk logically, if you can.

 

4:37pm

Sujit Das

Dawkins is the prophet of no-God. But he has flaws.

 

4:38pm

Sujit Das

The main flaw of Dawkins is that he is atheist equivalent of Islamic fundamentalism. Agree or not?

 

 

4:39pm

দাঁড়িপাল্লা ধমাধম

ডকিন্সরে দিয়ে নাস্তিকতা বিচার করেন?

 

4:40pm

Sujit Das

Yes. because I have read few books on Atheism, but Dawkins is the best.

 

4:41pm

দাঁড়িপাল্লা ধমাধম

সুজিত, এথেইজমের উপর বই পড়ে কেউ নাস্তিক হয় না; নাস্তিক হয় যার যার ধর্ম বিশ্বাসের উপর বই পড়ে, যার যার ধর্মগ্রন্থ পড়ে।

আপনি কোরান পড়ে বা না পড়েই বলতে পারেন ইসলাম খারাপ বা ভুল। কেননা আপনি অন্য ধর্মের জন্মসূত্রে যেখানে এটাই শেখানো হয়।

 

4:43pm

Sujit Das

When I started attaching Islam with my logic, I found many of the same arguments are equally applicable to my religion also. That’s why I say, I neither need the pig god of Islam nor the cow gods of Hinduism.

 

4:43pm

দাঁড়িপাল্লা ধমাধম

আপনি নাস্তিক হবেন কিনা সেটা নিজ ধর্মগ্রন্থ পড়ে বিচার করেন।

 

4:44pm

Sujit Das

I have read Qur’an (translation), Shahi Bukhari and Muslim, Ibn Ishaq and certain portions of Tabari……

 

4:44pm

দাঁড়িপাল্লা ধমাধম

আপনার যদি কোনটাই দরকার না হয়ে থাকে তাহলে শুধু যে কোন একটা প্রমোট করেন কেন বা যে কোন একটার বিরুদ্ধে লেখেন কেন?

আপনার কোরান পড়ার দরকার নাই। নিজ ধর্মের কি কি পড়ছেন, সেটা বলেন।

 

4:45pm

Sujit Das

I know almost nothing about Hinduism or any other religion except Islam.

 

[এই খানে খিয়াল কৈরাঃ সে কোরান হাদিস সবই পড়েছে কিন্তু তার জন্মসূত্রে পাওয়া হিন্দুধর্মসহ আর সব ধর্মের প্রায় কিছুই জানে না!]

 

4:45pm

দাঁড়িপাল্লা ধমাধম

কেন নয়?

ইসলামের পিছে লাগলেন কেন?

 

4:45pm

Sujit Das

Let us talk about atheism. Today I will refute atheism.

 

4:46pm

দাঁড়িপাল্লা ধমাধম

এথেইজম কোন সমস্যা নয় কারো জন্য। কেউ কাউরে জোর করে নাস্তিক বানায় না।

আপনি নাস্তিকদের ভিড়ে চলে এসেছেন। নাস্তিক না হলে এখানে থেকে ফুটেন।

 

4:47pm

Sujit Das

sorry. I could not understand. Atheism will be problem in the future.

 

4:47pm

দাঁড়িপাল্লা ধমাধম

প্রব্লেম কি না, সেটা এখানে বিবেচ্য নয়।

নাস্তিক না হলে এখান থেকে ফুটেন।

 

4:48pm

Sujit Das

If you are an atheist, them why not protect your “faith” from my logical analysis.

 

4:48pm

দাঁড়িপাল্লা ধমাধম

আমাদের কোন ফেইথ নেই যা প্রোটেক্ট করতে হবে

এই দায় কোন নাস্তিকদের নাই

কেননা নাস্তিকরা কাউরে জোরে করে দলে ভিড়ায় না

 

4:49pm

Sujit Das

protect you god-less faith.

 

4:49pm

দাঁড়িপাল্লা ধমাধম

যেখানে গড নাই, সেখানে আবার ফেইথ আসে কোথেকে?

 

4:49pm

Sujit Das

In this world everybody is a believer. You believe in a “no-god”.

 

4:50pm

দাঁড়িপাল্লা ধমাধম

স্টেটমেন্ট দেয়া থেকে বিরত থাকেন

পয়েন্টে কথা বলেন

কোন নাস্তিক বলে যে সে “বিশ্বাস” করে

 

4:50pm

Sujit Das

.. and you live in a god-less world.

 

4:50pm

দাঁড়িপাল্লা ধমাধম

কেউ দাবী করে না যে ঈশ্বর নাই

পয়েন্টে আসেন

 

4:50pm

Sujit Das

Then what you want to say who you are?

 

4:51pm

দাঁড়িপাল্লা ধমাধম

মানুষ

 

4:51pm

Sujit Das

As an atheist you believe that there is no god.

 

4:51pm

দাঁড়িপাল্লা ধমাধম

না, আমি কিছু বিশ্বাস করি না

 

4:51pm

Sujit Das

Humanity — great — if I could be like you.

 

4:52pm

দাঁড়িপাল্লা ধমাধম

আপনি বিশ্বাস করেন গড আছে। আমি প্রামান চাই। প্রমান দেখালে আমি বিশ্বাস করবো।

এই কথাগুলো বলার জন্যই আপনি আমাকে নাস্তিক নাম দিয়েছেন

কোন নাস্তিক নিজে থেকে এই নাম গ্রহণ করে নাই

 

4:52pm

Sujit Das

I said, I am very close to atheism, but this God hypothesis is not going out of my mind.

 

4:52pm

দাঁড়িপাল্লা ধমাধম

সেটা আপনার সমস্যা

 

4:53pm

Sujit Das

yes. that’s why I am with you.

 

4:53pm

দাঁড়িপাল্লা ধমাধম

না, আপনি আমার সাথে নাই

 

4:53pm

Sujit Das

how?

 

4:54pm

দাঁড়িপাল্লা ধমাধম

থাকলে একটা ধর্মের প্রোমোট আর অন্য ধর্মের বিরুদ্ধে বলতেন না

আপনি নিজেই বলেছেন হিন্দুইজম সম্পর্কে জানেন না

অথচ আপনি হিন্দু

এইখানেই সমস্যা

আগে নিজের ধর্ম জানেন, পড়েন

সন্দেহ জাগলে নিলেই বিচার করবেন

তারপর আপনার কাজ কর্ম দেখেই অন্যরা বলবে আপনি কি

 

4:54pm

Sujit Das

I am hindu by birth, but there is hardly any hinduism left in me except my name.

 

4:55pm

দাঁড়িপাল্লা ধমাধম

আপনি নাস্তিক হলে আগে নিজের ধর্মের ঈশ্বরকে অস্বীকার করে আসুন

আপনার লোকজনই বলবে আপনি কি

আপনার কাজ কর্মই বলে দেবে

 

4:55pm

Sujit Das

ok.

 

4:56pm

দাঁড়িপাল্লা ধমাধম

আপনার কাজ কর্ম দেখেই আর সবাই বলবে আপনি নাস্তিক নাকি আস্তিক

আপাতত এই গ্রুপের ধারণা আপনি নাস্তিক নন

সাম্প্রদায়িক

আর নাস্তিকদের কাছে সাম্প্রদায়িক মানেই নর্দমার কীট

এমন কাউরে বাগে পেলে পায়ে পিছে চেপে ধরা হয়

আপনি সেরকম একটা জায়গায় পড়ে গেছেন

আগে নিজের ধর্ম বুঝে নিন

আস্তিক নাস্তিক ব্যাপার না

ব্যাপার হলো ভালো মানুষ হওয়া

দিন দিন বেটার হওয়া

যদি মনে করেন আস্তিক হিসাবে সেটা হতে পারবেন, সমস্যা নাই কারো

নাস্তিক হলেও নাই

আপনার বিচার বুদ্ধি বিবেচনা-এসবই আপনাকে পথ দেখাবে

আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকেন। আর এই গ্রুপটা আপাতত ত্যাগ করেন।

 

6:35pm

Sujit Das

nice debate, but feeling sleepy. I want to continue the debate tomorrow.

 

=======================

 

September 2, 2012

1:40pm

দাঁড়িপাল্লা ধমাধম

সুজিত দাসের ব্যাপারটা কী হলো? ঘুম কি ভাঙে নাই? তার টুমোরো কবে হইবে?

 

=======================

 

September 3, 2012

 

9:08am

Sujit Das

Don’t worry, I am here. I did not run away. Give me just one more days time. I am finishing an article on Islam

 

11:40am

দাঁড়িপাল্লা ধমাধম

লোকটা কী জিনিস, সেটা আগের তর্কের এক পর্যায়ে রেগে গিয়ে নিজেই ধরা খেয়েছে এবং আমাদের সন্দেহটাকেই সত্য বলে সে নিজেই প্রমাণ দিয়ে দিয়েছে।

আমার মনে হয় এর সাথে নতুন করে আর তর্ক করার কিছু নাই। তার নিজের স্বীকার করা কিছু স্ক্রীণশট দিয়ে সময় হয়েছে সাজিয়ে গুছিয়ে একটা পোস্ট দিয়ে পাবলিকলি ন্যাংটা করার। তারপর তার কিছু বলার থাকলে পাবলিকলিই বলবে। (কিঞ্চিত এডিটেড, কয়েকজনের নাম মুছে দেয়া হয়েছে)

 

 

1:24pm

Sujit Das

Daripalla, wait fgor me. I am very much alive.

Daripalla, wait for me. I am very much alive.

 

1:25pm

দাঁড়িপাল্লা ধমাধম

অবশ্যই আপনি alive থাকবেন। alive থাকা অবস্থাতেই জনসম্মুখে আপনার চামড়া ছিঁলা হবে। তারপর সবাই তাতে নুনের ছিটা দেবে…

 

1:38 pm

Sujit Das

daripalla, let me see……..

 

1:47pm

Sujit Das

Barking dogs seldom bite……..

 

1:48 pm

দাঁড়িপাল্লা ধমাধম

১০ মিনিট ধরে দেখে মাত্র এই সিদ্ধান্তে আসলেন?

 

=======================

September 4, 2012

 

3:01am

Sujit Das

Yeah, it took me little time to understand you.

Anyway I am ready for a debate. Come forward who wants to defend the stupidity of Islam.

 

=======================

September 4, 2012

 

10:52am

দাঁড়িপাল্লা ধমাধম

আমরা কেউই এখানে ইসলামকে ডিফেণ্ড করার জন্য নই। যেসব পয়েন্টে কথা হচ্ছিল- – নাস্তিকতা

– আপনি হিন্দু এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে ইসলামের বিরুদ্ধে লাগছেন

– হিন্দু হলেও হিন্দু ধর্মের কিছুই জানেন না বলছিলেন। ওদিকে আবার নাস্তিক হতে চান, তাই আপনাকে আগে হিন্দুধর্ম জেনে আসতে বলা হয়েছিল

– এই জায়গাটা নাস্তিকদের, কিন্ত আপনি নাস্তিক না, তাই এখানে থেকে ভাগতে বলা হয়েছে আপনাকে

– ইত্যাদি…

 

11:01am

দাঁড়িপাল্লা ধমাধম

আমার মনে হয় আমাদের কথাগুলো ওপেন থ্রেডে হওয়া উচিত। এই গ্রুপের অনেকেই বিরক্ত ব্যাপারটা নিয়ে।

 

======================

এর পর ওখানে কথা হয় নাই। তখনি ভেবেছিলাম এই সাম্প্রদায়িক কীটটাকে অপেনলি ছিলা হবে। কিভাবে যেন আর হয়ে ওঠে নাই।

ঐ গ্রুপটা কে বানিয়েছিল, কে কারে এড দিয়েছিল, খেয়াল নাই। কিছুটা উপরে গিয়ে দেখলাম এই লোক মাঝে মাঝেই তার লেখা “Islam Dismantled: The Mental Illness of Prophet Muhammad” নামক একটা বইয়ের আমাজোন লিঙ্ক ফেরি করতেছিল। আজ অনেক দিন পরে “হেঁ হেঁ” গ্রুপে দেখি সে আবার এই লিঙ্ক ফেরি করতেছে। আর সাথে সাথেই দিগুর আইক্কা বাঁশ!

sujit-das

Category: চুতরাপাতাTag: সাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা
Previous Post:আমিও গ্রামের পোলা, “CP” গাইল দিতে জানি
Next Post:হিন্দু নাস্তিকরা, সব কিন্তু দেখতাছি। একটু সাবধান!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top