অনলাইলে গালির প্রচলন শুরু হয়েছিল “ছাগু” শব্দটা দিয়ে। তারপর এই শুধু এই ছাগুদেরই আরো অনেক ভাবে গালি দেয়ার ব্যাপারটা সর্বসম্মত ভাবে চালু হয়। তাতে কাজও হয়েছিল। ছাগুরা কোনঠাসা হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এসব গালিগালি ব্যক্তিগত বা দলীয় স্বার্থেও অনেকে দেয়া শুরু করেছে। আর সেটা যখন ছাগুরা বাদে অন্যরাও নিজেদের মধ্যে শুরু করেছে, তখন আসলেই হতাশ হতে হয়।
যখন অযথা গালাগালি করেন বা নতুন নতুন গালি উদ্ভাবন করেন তখন একটা ব্যাপার ভুলে যান যে এই গালিগুলা একদিন আপনার দিকেও ফিরে আসতে পারে। আপনার মা বোনদের ইয়েগুলাও সোনা দিয়া বান্ধানো না যে সেখানে অন্য কেউ ইয়ে ঢুকাতে পারবে না।
পাল্লা সহজে কারো মা বোন বউ মেয়ে তুইলা গালি দেয় না। কিন্তু যখন দেবে তখন অবশ্যই তাদের মা বোন বউ মেয়েদের সাথে সেএণ্ডক্স না, বাংলা স্টাইলে চু*তে চু*তেই গালিগুলা দেবে। মাইণ্ড ইট!
====================================
[ CP = চুতমারানির পোলা ]
Leave a Reply