• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

গরুপূজারি গাধাগুলো – ১১৯

You are here: Home / ধর্মকারী / গরুপূজারি গাধাগুলো – ১১৯
June 21, 2015

১.

এই ধরনের খবর পড়লে ধর্মবিশ্বাসীদের মস্তিকে মগজ থাকার প্রয়োজনীয়তা বিষয়ে সন্দিহান হতেই হয়! ৫ বছর বয়সের শিশুর শিরশ্ছেদ করে কালী দেবীকে উৎসর্গ করা হয়েছে। 
২.
বৃষ্টিপাত ও ভালো ফলনের প্রত্যাশায় ৬০ বছর বয়সী পুরুষকে উৎসর্গ করা হয়েছে দেবতার উদ্দেশে।

৩.
একটি পূর্ণাঙ্গ জীবনবিধান বিধায় ইছলামে ‘ইহুদি-নাছারাদের দেশের ভিসা পাইবার দোয়া’ নিশ্চয়ই আছে। তবে হিন্দুধর্মও পিছিয়ে নেই। বিদেশযাত্রার জন্য ভিসা পাবার প্রক্রিয়ায় ঐশী সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে এক মন্দির। হনুমানের পিঠে চেপে ভিসাহীন বিদেশভ্রমণের সুযোগ ব্যবহার না করে লাখ-লাখ অর্বাচীন ওই ভিসা-মন্দিরে হাজির হয়ে প্রার্থনা করছে।  

৪.
বিখ্যাত সোমনাথ মন্দিরে এখন অ-হিন্দুদের জন্য প্রবেশ নিষেধ।

৫.

হিন্দুশাস্ত্র অনুযায়ী অস্পৃশ্য দলিত সম্প্রদায়ের এক যুবককে তার মোবাইলের রিং-টোন হিসেবে Bhimrao Ambedkar-এর গান ব্যবহার করার অপরাধে হত্যা করা হয়েছে।
৬.
উচ্চবর্ণের এক পালোয়ানের শরীরে অস্পৃশ্য দলিত সম্প্রদায়ের এক শিশুকন্যার ছায়া পড়লে পালোয়ানের পরিবারের মহিলারা বাচ্চাটিকে প্রচণ্ড মারধর করেছে।
৭.
ক্ষৌরকাররা দলিতদের চুল কাটতে অস্বীকৃতি জানাচ্ছে।

৮.
দলিত ছাত্র-ছাত্রীদের দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করিয়ে নেয়া হতো।

৯.
জনাকয়েক অর্ধনগ্ন নারী পরিবেষ্টিত কৃষ্ণের ছবি এঁকে হিন্দু ধর্মানুভূতিতে আঘাত হেনেছেন এক অসমীয়া চিত্রকর।

১০.
পুত্র সন্তান লাভের ওষুধ বিক্রি করে রামদেব।

১১.
‘শুঁড়’ নিয়ে জন্ম নেয়া এক শিশুকন্যাকে গণেশের স্ত্রী হিসেবে পুজো করা হচ্ছে।

১২.
আপনার ধারণা, গাছের প্রাণ আছে, এ কথা জগদীশ বসু বলেছেন সবার আগে? ভুল জানেন। গাছের প্রাণের কথা প্রথম জানিয়েছে গীতা।

১৩.
গোমূত্রের গুণের কথা বলে শেষ করা যাবে না! পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ফিনাইলের পরিবর্তে গোমূত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন মেনকা গান্ধী।

১৪.
গোমূত্র ও গোবর দিয়ে এমনকি ক্যান্সার নিরাময়ও সম্ভব!

১৫.
এ যেন সীতার অগ্নিপরীক্ষার রিমেইক! গণধর্ষিতাকে নিজের ‘পবিত্রতা’ প্রমাণ করতে হবে!

Category: ধর্মকারীTag: গরুপূজারি, লিংকিন পার্ক
Previous Post:ইছলামের স্বরূপ
Next Post:হা-হা-হাদিস – ১৩৭

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top