• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

পাল্লাহু । pAllahu

দাঁড়িপাল্লা ধমাধম-এর বাংলা ব্লগ

  • পাল্লাব্লগ
  • চুতরাপাতা
  • মহাউন্মাদ
  • ধর্মকারী
  • রেফারেন্স
  • ট্যাগস

“Attttto gulo pocha tumi :) “

You are here: Home / চুতরাপাতা / “Attttto gulo pocha tumi :) “
June 2, 2013

Mehazabien Chowdhury সুন্দরী, তাতে কোনো সন্দেহ নাই। মানে কিছু না কিছু সুন্দরী না হলে তো আর নামের আগে তারে কেউ সাবান লাগাই দিত না। অর্থাৎ তার রূপ আছে। আর রূপের সাথে কিছু গুণও অবশ্যই আছে। নইলে অভিনয় করাটা তো সম্ভব হত না। লোকের সামনে অভিনয় করা বা তাদের সামনে দাঁড়িয়ে কিছু বলাটা অবশ্যই অনেক আত্মবিশ্বাসের ব্যাপার। এইটা আমার কাছে একটা বড় গুণ।

তো যারা তার ওয়ালে যান, প্রথমেই যান তার রূপ দেখতে। মানে আগে দর্শনধারী, পরে গুণবিচারী। এর প্রথম দিককার ছবিগুলা দেখেছিলাম। মনে হয়েছে এরে সাবানের ডলা দেয়ার ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। খুবই পিচ্চি পিচ্চি লাগছিল। আর সত্যি কথা বলতে অনেকদিন পর আজ আবার তার ওয়ালে গিয়ে তার ছবিগুলা দেখলাম। মনে হচ্ছে এ দিন দিন আরো পিচ্চি হচ্ছে। পোলাপান কিভাবে এত পিচ্চি একটা রূপবতীর ওয়ালে গিয়া যৌনানুভূতিতে সুড়সুড়ি লাগাইতে যায়, বুঝি না। অবশ্য ভুলে গেলে চলবে না, আমাদের আইডল যে মহানবী! বয়স কুনু ব্যাপার না।

এনিওয়ে, তার ছবিগুলো দেখে এখানো আমার যৌনানুভূতিতে সুড়সুড়ি লাগছে না। তারে এখনো আমার সেই কিউট আহ্লাদী টাইপের একটা পিচ্চি বলেই মনে হচ্ছে। তবে আমার মতের সাথে অনেকেই দ্বিমত করবেন, অর্থাৎ অনেকেই বলবেন, নাহ সে যৌবনাবতী হয়ে গেছে। তো এমন একজন যৌবনাবতী বোরখা হিজাব পর্দা প্রথা মেনে চলছে না, তাতে কি কারো ধর্মানুভূতিতে আঘাত লাগছে না?

[ধর্মাবেদনময়ী হিসাবে তাকে কেমন লাগে, আমার একটু দেখার ইচ্ছে। সেই সাথে আমার মনে হয়, তিনি যদি বোরখা হিজাব পড়ে ধর্মাবেদনময়ী সাজে একটা ছবি আপলোড করেন, তাহলে তার ফলোয়ার কয়েক হাজার গুন বাড়বে এবং সমস্ত সমালোচনা বন্ধ হয়ে তার গুণগানে ফেসবুক ভরে যাবে। তারপরও যদি কেউ সমালোচনা করে তাহলে নিজেকে আর ডিফেন্ড করতে হবে না, তার মুরিদরাই তার সম্মান রক্ষার্থে জান লড়িয়ে দেবে। @মেহজাবিন, এই দিকে একটু নজর দিন না ;)]

mehjabeen_0

Category: চুতরাপাতাTag: মেহজাবিন চৌধুরী
Previous Post:আহা, এরা যদি জানত- আমিও গ্রামের পোলা…
Next Post:জাতির জনক বলতে কিছু নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পাল্লাহু । pAllahu • ফেসবুক • পেজ • টুইটার

Return to top